ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বোলারদের সৌজন্যে দারুণ দিনের পরও ৩২১ রানের বোঝা বাংলাদেশের ওপর

এবার চ্যালেঞ্জ ব্যাটারদের

প্রকাশিত: ২৩:৩৯, ১৭ মে ২০২২

এবার চ্যালেঞ্জ ব্যাটারদের

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দারুণ কেটেছে বাংলাদেশ দলের। নাঈম হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে লঙ্কানদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে গুটিয়ে দিয়েছে। ১৯৯ রানে সাজঘরে ফিরে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ সঙ্গী হয়েছে এ্যাঞ্জেলো ম্যাথুসের। তার এমন ইনিংসে উজ্জীবিত লঙ্কানরা আবার বোলিংয়েও সুবিধা করতে পারেননি। ৬ ওভার বাকি থাকতেই দিনের খেলা সমাপ্ত হওয়ার আগে বিনা উইকেটে ৭৬ রান তুলে দারুণ সন্তুষ্টি নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। যদিও এখন পর্যন্ত অনেক চ্যালেঞ্জ বাকি আছে স্বাগতিকদের জন্য। কারণ ৩২১ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের দুই স্পিনারÑ নাঈম ৬ ও সাকিব আল হাসান ৩ উইকেট নিয়ে যেভাবে নাজেহাল করেছেন তেমনি সফরকারীদের স্পিন আক্রমণকেও দেখেশুনেই খেলতে হবে। মাহমুদুল হাসান জয় ৩১ ও অভিজ্ঞ তামিম ইকবাল ৩৫ রানে ক্রিজে থেকে অবশ্য আজ তরতাজা হয়েই শুরু করবেন। আগের দিনের ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে খেলতে নামে লঙ্কানরা। ১১৪ রানে ম্যাথুস আর ৩৪ রানে দিনেশ চান্দিমাল শুরু করেন। তবে দিনের চতুর্থ ওভারেই সফল হতে পারতেন সৈয়দ খালেদ আহমেদ। তার করা বলে হালকা এজ হয়ে উইকেটরক্ষক লিটন দাসের তাঁলুবন্দী হলেও কেউ আবেদন করেননি। তাই ১১৯ রানের মাথায় বেঁচে যান আগের দিন ৬৯ রানে ক্যাচ দিয়েও রক্ষা পাওয়া ম্যাথুস। এরপর আর সুযোগ দেননি তারা। শেষ পর্যন্ত বোলিংয়ে আসা নাঈম নিজের তৃতীয় ওভারেই সাফল্য পান। আগের দিন গড়ে তোলা ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিকে বাড়িয়ে ১৩৬ পর্যন্ত নিয়ে গেছেন ম্যাথুস-চান্দিমাল। চান্দিমাল ক্যারিয়ারের ২১তম অর্ধশতক হাঁকান। প্রথম দিন প্রথম সেশনে বোলিং না করলেও এদিন সাকিব আল হাসান প্রথম সেশনেই ১০ ওভার বোলিং করেন। মধ্যাহ্ন ভোজের বিরতির মাত্র ৩ ওভার আগে জোড়া আঘাত হানেন অফস্পিনার নাঈম। ইনিংসের ১১৪তম ওভারের প্রথম বলে চান্দিমালকে এলবিডব্লিউ ও পঞ্চম বলে নিরোশান ডিকভেলাকে (৩) বোল্ড করে দেন তিনি। চান্দিমাল ১৪৮ বলে ২ চার, ৩ ছয়ে ৬৬ রান করেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে লাঞ্চে যায় লঙ্কানরা। এই সেশনে ৬৯ রানে ২ উইকেট তুলে নিয়ে বেশ ভাল শুরুই পায় বাংলাদেশ। লাঞ্চের পর প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন বাঁহাতি স্পিনার সাকিব। তিনি ১১৭তম ওভারের দ্বিতীয় বলে রমেশ মেন্ডিসকে (১) বোল্ড ও পরের বলে লাসিথ এম্বুলদেনিয়াকে (০) বোল্ড করেন। ৩২৮ রানেই ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তখন ১৪৮ রানে অপরাজিত ম্যাথুস। নবম উইকেটে তাকে দারুণ সঙ্গ দিয়ে বাংলাদেশী বোলারদের হতাশায় পোড়ান বিশ^ ফার্নান্দো। দীর্ঘক্ষণ সঙ্গ দিয়েছেন তিনি ম্যাথুসকে। দুই দফায় ৪৭ রানের জুটি হয়েছে তাদের। শরিফুলের পেসে মাথায় আঘাত পেয়ে বিশ^ মাঝে মাঠ ছাড়লেও ২৭ বলে আসিথা ফার্নান্দো ১ রানে নাঈমের বলে বোল্ড হন। এটি ক্যারিয়ারে তৃতীয়বার ৫ উইকেট এ অফস্পিনারের। এরপর বিশ^ নেমে শেষ পর্যন্ত ৮৪ বলে মাত্র ১৭ রানে অপরাজিত থেকেছেন। এই সুযোগে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির কাছে পৌঁছেন ম্যাথুস। তবে নাঈম তাকেও স্কয়ার লেগে সাকিবের ক্যাচে পরিণত করেন ১৯৯ রানের মাথায়। ১০৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্য দেখান নাঈম। আর ২০১৭ সালে পচেফস্ট্রুমে ডিন এলগারের পর দ্বিতীয় বিদেশী হিসেবে বাংলাদেশের বিপক্ষে ১৯৯ রানে আউট হওয়ার দুর্ভাগ্য দেখান ম্যাথুস। লঙ্কান হিসেবে সনাথ জয়াসুরিয়া (কলম্বোয় ১৯৯৭, ভারত) ও কুমার সাঙ্গাকারার (গলে ২০১২; পাকিস্তান) পর এমন নজির গড়লেন তিনি। টেস্ট ইতিহাসে ম্যাথুসকে নিয়ে মোট ১৯৯ রান করা ব্যাটারের সংখ্যা এখন ১৪! আগের দিনের সঙ্গে ৬ উইকেট হারিয়ে আর ১৩৯ রান যোগ করে ৩৯৭ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। জবাবটা অগোছালো ব্যাটিংয়ে শুরু করলেও পরে গুছিয়ে ওঠেন দুই বাংলাদেশী ওপেনার তামিম ও জয়। তারা ১৯ ওভার ব্যাট চালিয়ে কোন বিপদ ছাড়াই ৭৬ রান যোগ করেছেন। ৩২১ রানে পিছিয়ে এখনও বাংলাদেশ।
×