ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পরীমনির মামলায় ৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন ১৮ মে

প্রকাশিত: ১২:৪৭, ১৯ এপ্রিল ২০২২

পরীমনির মামলায় ৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন ১৮ মে

অনলাইন ডেস্ক ॥ পরী মনির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও পরীর বন্ধু তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন বিষয় আদেশের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত চার্জ গঠন শুনানি শেষে এ দিন ধার্য করেন। এর আগে এদিন সকাল পৌনে ১০টার দিকে আদালতে হাজির হন পরী মনি। গত ৩ মার্চ একই আদালত চার্জ গঠনের জন্য আজকের দিনটি ধার্য করেন। এ মামলার আরেক আসামি হলেন শহিদুল আলম। এরআগে গত বছরের ১৩ ডিসেম্বর আদালত মামলাটির চার্জশিট গ্রহণ করেন। সেদিন চার্জশিটের ওপর পরী মনির নারাজি (প্রতিবেদনের ওপর অনাস্থা) খারিজ করে দেন আদালত। পরী মনির এ মামলার প্রেক্ষিতে ওইদিন অমির উত্তরার বাসায় অভিযান চালিয়ে নাসির উদ্দিন ও অমিসহ তাদের তিন নারী সহযোগীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অভিযানে এসময় অমির বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। অভিযানের সেদিন দিনগত রাত ১২টার সময় ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মাদক মামলায় গত ১৫ জুন তাদের আদালতে হাজির করা হলে মাদক মামলায় নাসির-অমিকে সাতদিন এবং তিনজন নারীকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে ৩০ জুন এ মাদক মামলায় অমি বাদে নাসিরসহ তিন নারী সহযোগীর জামিন মঞ্জুর করেন আদালত। এছাড়া পরী মনির করা ধর্ষণচেষ্টার মামলায় ২৩ জুন নাসির-অমির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এ মামলাটির রিমান্ড শেষে ২৯ জুন এ মামলাতেও তাদের জামিন দেন আদালত।
×