ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ ১৪ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন

প্রকাশিত: ২৩:২২, ১৫ মার্চ ২০২২

প্রধানমন্ত্রী আজ ১৪ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করবেন জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা সাড়ে ১১টা থেকে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৪ দলীয় জোটের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। জানা গেছে, ইতোমধ্যে ১৪ দলীয় জোটে থাকা সকল শরিক দলের শীর্ষ নেতাদের বৈঠকে যোগ দিতে টেলিফোনের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। শরিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে আজকের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে ১৪ দলীয় জোটের শরিক নেতারা ছাড়াও আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন। তবে আমন্ত্রণ পেলেও বৈঠকে অংশ নেবে না বলে জানিয়েছে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ। ১৪ দলীয় জোটের নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় মুখপাত্র ও সমন্বয়ক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকে নিজেদের মধ্যকার দূরত্ব কমিয়ে জোটকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার কথা তুলে ধরবেন শরিক দলের নেতারা। পাশাপাশি জোটের সাংগঠনিক কর্মকৌশল নির্ধারণ এবং শরিকদের নানান সমস্যা নিয়েও আলোচনা হবে। একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় উপস্থাপন করবেন শরিক নেতারা। শুধু দিবসভিত্তিক কর্মসূচী ছাড়া নীতিনির্ধারণী কোন বিষয়ে আওয়ামী লীগ শরিকদের গুরুত্ব না দেয়ার অভিযোগ জোটের অনেক নেতার। বিভিন্ন সময় ১৪ দলীয় জোটে থাকা শরিক দলগুলোকে অবমূল্যায়ন করারও অভিযোগ করে আসছেন দলগুলোর নেতারা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিতে কর্মপরিকল্পনা ঠিক করতে জোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের দাবিও জানিয়েছেন অনেকবার। এসব পরিস্থিতি বিবেচনায় এবং নির্বাচনী এই আদর্শিক জোটকে সারাদেশে চাঙ্গা করে তুলতে ঐক্যবদ্ধ কর্মসূচী নির্ধারণেই আজকের বৈঠকটি ডাকা হয়েছে বলে জানা গেছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু), সাম্যবাদী দলসহ জোটের অন্য নেতারা বলেছেন, দীর্ঘদিন পরে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গণভবনে ডেকেছেন। ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে তিনি কথা বলবেন। দেশের সামগ্রিক পরিস্থিতি, ১৪ দলের সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সারাদেশেই ১৪ দলীয় জোটকে চাঙ্গা, শক্তিশালী করে তোলা এবং মূল্যায়নের জন্য তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাবেন বলে জানান। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের ১৪ দলীয় জোটের বৈঠকে বাংলাদেশ জাসদ যাবে না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। দলটির একজন সিনিয়র নেতা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য তাঁদের দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ১৪ দলীয় জোট যেহেতু এখন কার্যকর নয়, তাই আমাদের দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বৈঠকে যাবেন না বলে তাঁদের জানিয়েছেন।
×