ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় হতাহত পরিবারগুলোর মাঝে সহায়তা প্রদান

প্রকাশিত: ২২:০১, ২৭ জানুয়ারি ২০২২

নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় হতাহত পরিবারগুলোর মাঝে সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ট্রেন দুর্ঘটনায় হতাহত পরিবারগুলোর মাঝে সহায়তা প্রদান করেছে নীলফামারী সদর উপজেলা পরিষদ। নিহত ও আহত পরিবার মিলে নগদ ৮০ হাজার টাকা অর্থ সহায়তা এবং শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার(২৭জানুয়ারী) বিকেলে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানী এলাকায় গিয়ে পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন নাহার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি ও সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন শাহ উপস্থিত ছিলেন এ সময়। উপজেলা পরিষদ সুত্র জানায়, নিহত শেফালি বেগম, রুমি আকতার, সাহেরা বেগম ও মিনারা বেগম এবং গুরুত্বর আহত নাসরিন আকতার, কুলসুম আকতার ও অহিদুল ইসলামের পরিবার প্রতি দশ হাজার করে এবং আহত রওশন আরা ও মিনা পারভীনের পরিবারকে পাঁচ হাজার করে নগদ টাকা দেয়া হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান,গতকাল বুধবার সকালে দারোয়ানী লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের যাত্রী ছিল তারা। হতাহত পরিবারগুলোকে উপজেলা পরিষদের তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়। এছাড়া পরিবার প্রতি দুটি করে কম্বল ও শুকনো খাবার প্রদান করা হয় বলে জানান তিনি।
×