ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯৯৯-এ ফোন দিয়ে রক্ষা

হিন্দু পরিবারকে জিম্মি করে জমি লিখে নেয়ার চেষ্টা

প্রকাশিত: ২৩:৪৯, ২৭ জানুয়ারি ২০২২

হিন্দু পরিবারকে জিম্মি করে জমি লিখে নেয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সাংসদ সদস্য প্রজেক্ট করবেন, তাই হিন্দু সম্প্রদায়ের রতন ঘরামী নামের এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দলিলে সই নিতে তাকে (রতন) আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৯৯৯ নাম্বারে কল করলে গভীররাতে পুলিশ রতন ঘরামীকে উদ্ধার করে সাংসদের লোক তুহিন গাজী ও ইলিয়াস খানকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার পর থেকে জীবনের নিরাপত্তাহীনতায় থাকা রতন ঘরামী বানারীপাড়া থেকে পালিয়ে বরিশাল প্রেসক্লাবে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন। রতন ঘরামী শুধু একাই নয়, সাংসদের কাছে অনিচ্ছাসত্ত্বেও জমি বিক্রি করতে হবে এমন ১২টি পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের পশ্চিত তেঁতলা গ্রামের বাসিন্দা রতন ঘরামী বলেন, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাংসদ সদস্য শাহে আলমের ম্যানেজার আল-আমিন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহীম, তুহিন গাজী এবং ইলিয়াস খান গত ২৪ জানুয়ারি রাত ১১টার দিকে তাকে বাড়িতে আটক করে রাখেন। তাদের দাবি ১৫ কাঠা জমি সাংসদ শাহে আলমের নামে লিখে দিতে হবে। এমন ঘটনা শুনে তার (রতন) স্বজনরা ৯৯৯ নাম্বারে কল করলে রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশ গিয়ে তাকে (রতন ঘরামী) উদ্ধার এবং সাংসদের লোক তুহিন গাজী ও ইলিয়াস খানকে আটক করলেও পরে সাংসদের চাঁপের মুখে পুলিশ তাদের ছেড়ে দিতে বাধ্য হন। এরপর তিনি জীবনের নিরাপত্তাহীনতায় থাকায় পালিয়ে বরিশালে এসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
×