ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের সব দেশ একসঙ্গে সক্রিয় হলেই নির্মূল হবে মহামারী ॥ ডব্লিউএইচও

প্রকাশিত: ০১:৩২, ২৫ জানুয়ারি ২০২২

বিশ্বের সব দেশ একসঙ্গে সক্রিয় হলেই নির্মূল হবে মহামারী ॥ ডব্লিউএইচও

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফোর হিসাব অনুযায়ী বাংলাদেশ সময় সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৯৮৩ জন। এর মধ্যে ৫৬ লাখ ১৫ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ২৮ কোটি ০২ লাখ ৮৭ হাজার ৭৯৬ জন। এদিকে করোনা মহমারী বিশ্বকে এক ‘জটিল সন্ধিক্ষণে’ এনে দাঁড় করিয়েছে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসেস বলেছেন, বিশ্বের সব দেশ একসঙ্গে সক্রিয় হলেই নির্মূল হবে মহামারী। খবর বিবিসি, এনডিটিভি, এএফপি ও ওয়ার্ল্ডোমিটার্সের। সোমবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্যাব্রিয়াসেস বলেন, ‘চলতি বছর মহামারী তৃতীয় বর্ষে পা রেখেছে এবং বিশ্বকে এক জটিল সন্ধিক্ষণের সামনে দাঁড় করিয়েছে এই মহামারী। এই সঙ্কটকে নির্মূল করতে হলে অবশ্যই আমাদের সবার একসঙ্গে কাজ করতে হবে। কেবল ভীতি আর অবহেলার মধ্যে ঘুরপাক খেলে মহামারী থেকে উত্তরণ সম্ভব নয়।’ করোনায় আক্রান্ত ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন তিনি। রবিবার উপ-রাষ্ট্রপতির টুইটার এ্যাকাউন্টে দেয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। ওমিক্রনের ঢেউ মোকাবেলায় নোভাভ্যাক্স টিকার অনুমোদন অস্ট্রেলিয়ার ॥ অস্ট্রেলিয়া সোমবার ১৮ ও এর বেশি বয়সের মানুষের জন্য নোভাভ্যাক্স টিকার অনুমোদন দিয়েছে। এর ফলে এ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের পর দেশটিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয়া এটি হচ্ছে চতুর্থ কোভিড-১৯ টিকা। অস্ট্রেলিয়ান টেকনিক্যাল এ্যাডভাইজরি গ্রুপ অন ইমুনাইজেশন (এটিএজিআই) কমপক্ষে তিন সপ্তাহের ব্যবধানে নোভাভ্যাক্সের দুই ডোজটিকা দেয়ার সুপারিশ করেছে।
×