ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫০

প্রকাশিত: ২১:২৯, ২২ জানুয়ারি ২০২২

মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ১০/১২ দোকান ভাংচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১৮ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ ও ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের কাঠেরপুল এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাথায় মাফলার প্যাঁচানোর সময় গায়ে ছোঁয়া লাগানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন পূর্ব সরমঙ্গল গ্রামের আবদুর রশিদ (৬০) নামে এক বৃদ্ধের সঙ্গে পার্শ্ববর্তী শংকরদীরপাড় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত লিয়াকত শেখের মেয়ে পপির (৩৫) কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বেলা ১১টার দিকে পপির ভাইসহ শংকরদীরপাড় গ্রামের কয়েক ব্যক্তির সঙ্গে রশিদ খাঁ ও তার লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুটি গ্রাম পূর্ব সরমঙ্গল ও শংকরদীরপাড় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টেকেরহাট বন্দরের কাঠেরপুল এলাকায় নিম্নকুমার নদের ওপর নির্মিত ব্রিজের দুই পাশে অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়।
×