ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালে ওসির অপসারণ দাবি

প্রকাশিত: ০১:৪৪, ২০ জানুয়ারি ২০২২

বরিশালে ওসির অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গত ৯ জানুয়ারি বরিশাল নদীবন্দরে সুরভি-৯ লঞ্চের যাত্রীদের ওপর হামলার ছবি তুলতে গেলে লঞ্চ স্টাফদের হামলার স্বীকার হয়েছেন সাংবাদিক রুহুল আমিন ও মৃদুল ইসলাম মোহন। হামলার ঘটনায় লঞ্চের ম্যানেজার মিজানসহ সকল হামলাকারীর শাস্তির দাবি ও হামলাকারীদের গ্রেফতার না করায় কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিমের অপসারণের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন করেছেন বরিশালের সকল সংবাদকর্মী। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সংগঠনের সভাপতি ফিরদৌস সোহাগের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, মুরাদ আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহসভাপতি কাজী আল-মামুন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন, সাংবাদিক গিয়াস উদ্দিন সুমন, রাহাত খান, কাওছার হোসেন, অপূর্ব অপু, কাওছার হোসেন রানা, বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।
×