ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবন

প্রকাশিত: ২৩:৫৭, ১৭ জানুয়ারি ২০২২

রাজশাহীতে সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নগরীর সিএ্যান্ডবি মোড়ে এ ভবনের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ কমাতে এবং প্রযুক্তির মাধ্যমে অপরাধীকে গ্রেফতার করতে সাইবার ক্রাইম ইউনিট চালু করা হয়েছে। তিনি বলেন, গত এক বছরে সাইবার ক্রাইম ইউনিট ১ হাজার ৪০৫টি অভিযোগের মধ্যে ১ হাজার ৩৩৫টি অভিযোগ নিষ্পত্তি করেছে। সেইসঙ্গে নারীদের বিভিন্ন স্পর্শকাতর ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্লাকমেল করা, ফেসবুক এ্যাকাউন্ট হ্যাক করা, বিভিন্ন ভুয়া মেসেঞ্জারের মাধ্যমে পর্নো ছবি ও ভিডিও পাঠানোর মতো প্রায় ৩৬০ টিরও অধিক অভিযোগ নিষ্পত্তি করেছে। ইতোমধ্যে সাইবার ক্রাইম ইউনিট নগরবাসীর প্রত্যাশা পূরণে সফল হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
×