ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য যাবে ইতালি

প্রকাশিত: ২২:৪২, ১৫ জানুয়ারি ২০২২

চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য যাবে ইতালি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইতালিতে যাবে রফতানির পণ্য। মাঝে থামতে হবে না কোন ট্রান্সশিপমেন্ট পোর্টে। ইউরোপে এ যাত্রার সূচনা ঘটতে যাচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি। নিয়মিত চলাচল শুরু হলে বাংলাদেশের আমদানি-রফতানির ক্ষেত্রে বিদেশী বন্দরের ওপর নির্ভরতা কমবে। বিষয়টিকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক হিসেবে দেখছেন আমদানি-রফতানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট শিপিং কোম্পানি সূত্রে জানা যায়, ইতালি থেকে সাড়ে ১১শ’ টিইইউএস কন্টেনার নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ সোঙ্গা চিতা চট্টগ্রাম বন্দরে ভিড়বে আগামী ১ ফেব্রুয়ারি। এটিই হতে যাচ্ছে ইউরোপ থেকে চট্টগ্রামে সরাসরি আসা প্রথম জাহাজ। জাহাজটি আসছে খালি কন্টেনার নিয়ে। কিন্তু ফিরবে রফতানির কন্টেনারে ভর্তি হয়ে। চট্টগ্রাম বন্দর থেকে ইতালিতে পৌঁছুতে সময় লাগবে ১৬ দিন। এর আগে গত বছর ২৪ ডিসেম্বর খালি কন্টেনার নিয়ে ইউরোপ থেকে এসেছিল ‘ক্যাপ ফ্লোরেন্স’ নামের একটি জাহাজ। তবে ফেরার সময় জাহাজটি কোন রফতানির পণ্য বহন করেনি। সোঙ্গা চিতা যদি রফতানির পণ্য নিয়ে সরাসরি ইউরোপে যায়, তবে সেটি একটি পরীক্ষাও হয়ে যাবে। পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, তৈরি পোশাকের বড় বাজার ইউরোপ। সরাসরি পরিবহন ব্যবস্থা না থাকায় বিভিন্ন বন্দর হয়ে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘসূত্রতা মোকাবেলা করতে হয়। এখন ইউরোপের বড় বায়াররাই সরাসরি পণ্য গ্রহণে উদ্যোগী হয়ে উঠেছে। বাংলাদেশ থেকে পণ্য সরবরাহ নেয়ার ক্ষেত্রে ইতালির তিন পোশাক ক্রেতা কন্টেনার ভাড়া ও শিপিং কোম্পানির উচ্চ মাসুলের কারণে বিপাকে পড়ে। এ অবস্থায় তারাই উদ্যোগী হয়েছে বিভিন্ন দেশের ট্রান্সজিট পোর্ট এড়িয়ে সরাসরি পণ্য গ্রহণে। ট্রায়ালভিত্তিতে এ কার্যক্রম শুরু হলেও এটি ভবিষ্যতে স্থায়ীভাবে চলাচলের একটি সুযোগ সৃষ্টি করতে পারে।
×