ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে প্রতিবাদ মিছিল, সমাবেশ ও গানের আয়োজন

প্রকাশিত: ০১:০৩, ১৪ জানুয়ারি ২০২২

ঢাবিতে প্রতিবাদ মিছিল, সমাবেশ ও গানের আয়োজন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি গানের আসরে গত বুধবার হামলার প্রতিবাদে একই জায়গায় আবারও কাওয়ালি ও প্রতিবাদী গানের আয়োজন করেছে বিশ^বিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’। এদিকে টিএসসিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ‘ধিক্কার সমাবেশ’ করেছে পিপলস এ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক)। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারী বিধিনিষেধ অনুযায়ী কোন ধরনের সভা-সমাবেশ করা নিষিদ্ধ থাকায় সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশের আয়োজন করেছে সংগঠনটি। সমাবেশে সংগঠনের ১৫-২০ জন নেতাকর্মী অংশ নেয়। তবে কর্মসূচীর শুরুতেই তাদের বাধা দিয়েছে পুলিশ। ধাওয়া করে পুলিশ দলটির নেতাকর্মীদের কাঁটাবন মোড় পর্যন্ত নিয়ে যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, সরকারী বিধিনিষেধ অনুযায়ী কোন ধরনের সভা-সমাবেশ করা নিষিদ্ধ। তারা সমাবেশ করতে চাইলে আমরা তাদের নিষেধ করি। তারপর তারা শাহবাগ মোড় ত্যাগ করে। কোন ধরনের আক্রমণ করা হয়নি। এদিকে বৃহস্পতিবার সাড়ে ৬টার দিকে টিএসসিতে কাওয়ালি ও প্রতিবাদী গানের আসর বসে। বিশ^বিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ এই আসরের আয়োজন করে। অনুষ্ঠানে কাওয়ালি গান ছাড়াও নজরুল সঙ্গীত, র‌্যাপ গান গাওয়া হয়। সিলসিলা ব্যান্ডের প্রতিষ্ঠাতা লুৎফুর রহমান বলেন, হামলা করে আমাদের আয়োজন থামানো যাবে না। তারই ধারাবাহিকতায় আজকে কাওয়ালি গান নিয়ে উপস্থিত হয়েছে। এখন থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসিতে কাওয়ালি গানের আসর বসানো হবে। হামলার প্রতিবাদে কাওয়ালি মিছিল ॥ এদিকে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে কাওয়ালি মিছিল করেছেন ছাত্র অধিকার পরিষদ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে টিএসসি থেকে কাওয়ালি মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা।
×