ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইসি গঠনে ১৪ দফা ও পাঁচ সদস্যের নাম প্রস্তাব গণফ্রন্টের

প্রকাশিত: ০০:৫১, ৭ জানুয়ারি ২০২২

ইসি গঠনে ১৪ দফা ও পাঁচ সদস্যের নাম প্রস্তাব গণফ্রন্টের

বিশেষ প্রতিনিধি ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন গঠন প্রশ্নে সংলাপে অংশ নিয়ে ১৪ দফা প্রস্তাব করেছে গণফ্রন্ট। এ সময়ে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠনে পাঁচ সদস্যের নামও প্রস্তাব করেছে দলটি। বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ শেষে গণফ্রন্টের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জাতীয় নির্বাচনে যেসব রাজনৈতিক দলের সংসদে প্রতিনিধি ছিল সেসব দলের সমন্বয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেছি। বিতর্কিত সংসদ নির্বাচন বাদে জাতীয় সরকারের প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী । তিনি বলেন, তাদের প্রস্তাবিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব মোঃ তৌফিক হোসেন, সাবেক সচিব এম এ কাদের সরকার, সাবেক সচিব মূর্তজা হোসেন মুন্সি এবং মেজর জেনারেল (অব) সিদ্দিকুর রহমান। এর বাইরে তাদের প্রস্তাবিত ১৪ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে- নির্বাচন কমিশন হাইকোর্টের সাবেক সিনিয়র বিচারপতি, সাবেক সিনিয়র সচিব, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান অথবা সাবেক লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হতে পারে। দলটির প্রস্তাবে রয়েছে- নয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে এবং তিনজন নারী কমিশনার নিয়োগ দেয়া যেতে পারে। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বয়সের একটি নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করতে হবে। নির্বাচন কমিশনে নিয়োগপ্রাপ্তদের সম্পদ বিবরণী প্রতিবছর জনসমক্ষে প্রকাশ করতে হবে। বিদেশী নাগরিকত্ব আছে এমন কাউকে নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত করা যাবে না। দেশের বাইরে অবৈধ উপায়ে অর্জিত নামে-বেনামে কোন সম্পদ থাকলে তাকে নির্বাচন কমিশনে নিয়োগ দেয়া যাবে না। আওয়ামী লীগসহ সংলাপে অংশগ্রহণকারী নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ ‘নির্বাচন কমিশন’ গঠনে রাষ্ট্রপতির কাছে ব্যক্তিবর্গের নামের যে প্রস্তাব দেবেন, তাদের মধ্যে যাদের নাম বেশিরভাগ রাজনৈতিক দলের প্রস্তাবনায় থাকবে, তারাই নির্বাচন কমিশনে যাবেন। সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে দলটির কার্যকরী চেয়ারম্যান ব্যারিস্টার আকমল হোসেন, স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট কনিকা মাহফুজ, প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট আজমল হোসেন, মহাসচিব এ্যাডভোকেট আহমেদ আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
×