ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ছয় দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত: ২৩:৪৪, ৮ ডিসেম্বর ২০২১

ছয় দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার ও বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নিরাপদ সড়ক ও গণপরিবহনে হাফ পাস বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাজধানীর নীলক্ষেত মোড়ে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দেয়। মানববন্ধনে ঢাকা কলেজ, সরকারী তিতুমীর কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। দাবিগুলো হলো-গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন দিতে হবে। বিআরটিসি বাস শিক্ষার্থীদের জন্য ফ্রি করতে হবে। গণপরিবহনে ছাত্রী ও নারীদের জন্য অবাধ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে এবং ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনে একে পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করতে হবে। সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আহত/ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসহ সব দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। দুর্ঘটনায় দোষী চালক এবং ফিটনেসবিহীন যানবাহন মালিকদের বিচারের জন্য ‘দ্রুত বিচার আদালত’ স্থাপন করতে হবে। প্রতিটি গণপরিবহনের ভেতরে দৃশ্যমান স্থানে ড্রাইভিং লাইসেন্সের কপি ও গাড়ির নম্বর প্লেট স্থাপন করতে হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন করতে হবে। পরিবহন খাতে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। সব প্রাইভেট বাস, ট্রাক, সিএনজি ট্যাক্সির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে।
×