ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু রাংনিক অধ্যায়

প্রকাশিত: ২৩:৪৮, ৭ ডিসেম্বর ২০২১

জয় দিয়ে শুরু রাংনিক অধ্যায়

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডে রাল্ফ রাংনিক অধ্যায়ের শুরু। রবিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে রেড ডেভিলদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অভিষেক ঘটে তার। জয় দিয়েই মিশন শুরু করেছেন রাল্ফ রাংনিক। ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড এদিন ১-০ গোলে পরাজিত করেছে ক্রিস্টাল প্যালেসকে। জয়সূচক একমাত্র গোল করে এদিন নায়কের ভূমিকায় ছিলেন রেড ডেভিলদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। এই জয়ে লীগ টেবিলের ছয়ে উঠে এসেছে প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাবটি। স্যার এ্যালেক্স ফার্গুসন যুগের পর তেমন কোনো সফলতার দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। এই সময়ে বেশ কয়েকজন অভিজ্ঞ কোচকেও দায়িত্ব দেয়া হয়। যার মধ্যে ছিলেন জোশে মরিনহো-ডেভিড মোয়েসের নামও। সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাবটির দায়িত্ব তুলে দেয়া হয়েছিল ওলে গানার সোলসজায়েরের কাঁধে। কিন্তু তিনিও ব্যর্থ। যার কারণে গত মাসেই তাকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। এরপরই তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেয়া হয় রালফ রাংনিককে। নতুন কোচের হাত ধরে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড কী ঘুরে দাঁড়াতে পারবে? সেই উত্তর এখনও সময়ের হাতে। তবে রেড ডেভিলদের কোচ হিসেবে জয় পাওয়ায় প্রথম ম্যাচে স্বস্তি দিলেন রাল্ফ রাংনিক। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ম্যানইউ। ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য থাকলেও ফিনিশিংয়ের দুর্বলতা আর প্রতিপক্ষের রক্ষণের দৃঢ়তায় এদিন বড় স্কোরলাইনে জেতা সম্ভব হয়নি তাদের। এদিনের ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান গড়ে দেন ফ্রেড। যদিওবা প্রথমার্ধে বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিলেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু সেইসব সুযোগ কাজে লাগাতে পারেননি পাঁচবারের বর্ষসেরা এই পর্তুগীজ সুপারস্টার। এই সময়ে দুটি বেশ ভালো সুযোগ তৈরি করেছিল সফরকারীরা। কিন্তু ক্রিস্টাল প্যালেসের দুটি প্রচেষ্টাই সফল হতে দেননি ইউনাইটেডের অভিজ্ঞ গোলরক্ষক ডেভিড ডি গিয়া। এর ফলে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধেও বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে স্বাগতিক শিবির। কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি তারা। ম্যাচের ৬৭ মিনিটে বক্সের বাইরে ডান দিকে মার্কাশ র?াশফোর্ডকে ফাউল করে ক্রিস্টাল প্যালেস। ফলে ফ্রি-কিক পায় ইউনাইটেড। এই সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার এ্যালেক্স তেলেসের বাঁকানো শটের বল ক্রসবারের ওপরে লেগে বাইরে বেরিয়ে যায়। তারপরও আক্রমণ, প্রতি আক্রমণ চলতে থাকে। অবশেষে ৭৭ মিনিটে আসে সেই কাক্সিক্ষত মুহূর্ত। যে মুহূর্তে পার্থক্য গড়ে দেন ফ্রেড। ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ এগিয়ে দেন তিনি। ম্যাসন গ্রিনউডের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ শটে প্রতিপক্ষের জালে বল জড়ান এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এই জয়ের ফলে লীগ টেবিলে উন্নতি হয়েছে ইউনাইটেডের। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে রাল্ফ রাংনিকের দল। ১৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে ক্রিস্টাল প্যালেস। সমানসংখ্যক ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে এদিন জয়ের স্বাদ পেয়েছে টটেনহ্যাম হটস্পার এবং এ্যাস্টন ভিলা। স্পার্শরা এদিন ৩-০ গোলে বিধ্বস্ত করে নরউইচ সিটি। নিজেদের মাঠে টটেনহ্যাম এদিন ম্যাচের ১০ মিনিটেই প্রথম এগিয়ে যায়।
×