ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতের দাপট মুম্বাই টেস্টে

প্রকাশিত: ০০:৫৪, ৫ ডিসেম্বর ২০২১

ভারতের দাপট মুম্বাই টেস্টে

স্পোর্টস রিপোর্টার ॥ মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে একাই ভারতের ১০ উইকেটের সব কটি তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেল। তবে ম্যাচে দাপট দেখাচ্ছে স্বাগতিকরাই। মায়াঙ্ক আগারওয়ালের ১৫০ রানের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে প্রথম ইনিংসে ৩২৫ রান করে ভারত। জবাবে ২৮.৪ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয় কিউইরা। টেস্টে ভারতের বিপক্ষে কোনো দলের এটিই সর্বনি¤œ রানের রেকর্ড। ২০১৫ সালে নাগপুরে ৭৯ রানে অলআাউট হয়েছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশি^নদের সাঁড়াশি আক্রমণের জবাবই খুঁজে পায়নি কিউইরা। শনিবার দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ৬৯ রান। ইতোমধ্যে বিরাট কোহলিদের লিড ৩৩২। নতুন বলে আগুন ঝরিয়েছেন সিরাজ। ডানহাতি পেসার ১৭ রানের মধ্যে তুলে নেন উইল ইয়াং (৪), টম লাথাম (১০) আর রস টেলরকে (৮)। এরপর শুরু অক্ষর প্যাটেল আর অশ্বিনের ঘূর্ণি। হেনরি নিকোলস (৭), টম ব্লান্ডেল (৮), রাঁচীন রবিন্দ্ররা (৪) একে একে সাজঘরে ফেরেন। অধিনায়ক লাথাম ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল কাইল জেমিসন (১৭)। ৩৮ রানে ৬ উইকেট হারানো দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। সিরাজ ১৯ রানে ৩টি, অশ্বিন মাত্র ৮ রানে শিকার করেন ৪টি উইকেট। ভারত অবশ্য বড় ব্যবধানে এগিয়ে থেকেও নিউজিল্যান্ডকে ফলোঅন করায়নি। জার্মান বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্য হর্স্ট আর নেই স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৫৪ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পশ্চিম জার্মানি। আর সেই দলের সর্বশেষ সদস্য হিসেবে শুক্রবার মৃত্যুবরণ করেছেন হর্স্ট একেল। এসময় তার বয়স হয়েছিল ৮৯ বছর। জার্মান ফুটবল ফেডারেশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন। ১৯৫৪ বিশ্বকাপের ফাইনালে ফেবারিট হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে স্বপ্নের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল পশ্চিম জার্মানি। সেই বিশ্বকাপে দলের হয়ে সবকটি ম্যাচেই প্রতিনিধিত্ব করেছিলেন একেল। সেবার মাত্র দুজন খেলোয়াড় সব ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। হর্স্ট ছাড়া অপর খেলোয়াড় ছিলেন অধিনায়ক ফ্রিটজ ওয়াল্টার।
×