ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতালে আরও ৫৩ ডেঙ্গু রোগী

প্রকাশিত: ০০:০৫, ৫ ডিসেম্বর ২০২১

হাসপাতালে আরও ৫৩ ডেঙ্গু রোগী

স্টাফ রিপোর্টার ॥ দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৩ জন। এরমধ্যে ঢাকায় ২৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ২৯৩ জন। ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ২১৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ৮০ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, এ বছর ১ জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৭ হাজার ৫৩২ জন। সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু আজ স্টাফ রিপোর্টার ॥ বাজারে নিত্যপ্রয়োাজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ও করোনায় সাধারণ আয়ের জনগণের সহায়তায় আজ রবিবার থেকে আবারও সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটির এই বিক্রয় কার্যক্রম আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে চলতি বছর ষষ্ঠবারের মতো এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার টিসিবি থেকে এ সব তথ্য জানা গেছে। এ দফায় ভ্রাম্যমাণ ট্রাকে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। সংস্থাটির ট্রাক থেকে প্রতিকেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন।
×