ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্রগ্রামে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ॥ ইয়াসিরের অভিষেক

প্রকাশিত: ১৪:০৫, ২৬ নভেম্বর ২০২১

চট্রগ্রামে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ॥ ইয়াসিরের অভিষেক

অনলাইন ডেস্ক ॥ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শুরু হচ্ছে বাংলাদেশের পথচলা। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয় সকাল ১০টায়। প্রথম টেস্টে টস জিতে ব‍্যাটিং নিয়েছে বাংলাদেশ। ঢাকায় পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরাজয়ের পর চট্রগ্রামের ভ্যানুতে টেস্টে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে আজকে টস জিতে ব্যাটিং নিয়েছে মুমিনুলরা। টি-টোয়েন্টি তিন ম‍্যাচেই টসে জিতে বাংলাদেশ। আজও প্রথম টেস্টে টস জিতেছে বাংলাদেশে। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক। টস হেরে বাবর আজম জানিয়েছেন টস জিতলে তিনিও ব‍্যাটিং নিতেন। বাংলাদেশ দলে ইয়াসিরের অভিষেক হয়েছে। ঘরোয়া ক্রিকেটে করছেন প্রচুর রান। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হচ্ছিল না। তিন সংস্করণেই দলের সঙ্গে ছিলেন। আজ ঘরের মাঠে অভিষেক হচ্ছে চট্টগ্রামের এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের। দুই পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। স্পিনে তাইজুল ইসলামের সঙ্গী মেহেদি হাসান মিরাজ। পেস বোলিংয়ে আবু জায়েদ চৌধুরির সঙ্গী ইবাদত হোসেন। বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন। পাকিস্তান দল: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নোমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান।
×