ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেমন্ত সন্ধ্যায় অতুল প্রসাদের সার্ধশত জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ২৩:৫৭, ২২ অক্টোবর ২০২১

হেমন্ত সন্ধ্যায় অতুল প্রসাদের সার্ধশত জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সঙ্গীতের সমান্তরালে মিশে আছে তাঁর নামটি। সুরের ভুবনে তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভায় উজ্জ্বল। একইসঙ্গে গান লিখেছেন, গান গেয়েছেন ও সুর করেছেন। গানে গানে ব্যক্ত করেছেন দেশপ্রেম, ভক্তি ও শাশ্বত প্রেমের বারতা। সেসব কালজয়ী গান আজও কড়া নাড়ে শ্রোতার হৃদয়ের বন্দরে। বুধবার ছিল সেই সঙ্গীতজ্ঞ অতুলপ্রসাদ সেনের সার্ধশত জন্মবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘একা মোর গানের তরী’ শীর্ষক সঙ্গীতাসর। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। সুরাশ্রিত এ আয়োজনটির মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেয়ার আহŸান জানানো হয়। হেমন্ত সন্ধ্যায় অতুলপ্রসাদের গানের সুর শ্রোতার অন্তরে ছড়িয়েছে ভাললাগার আবেশ। দলীয় ও একক কণ্ঠের পরিবেশনায় সজ্জিত আয়োজনটি মুগ্ধ করেছে সঙ্গীতানুরাগীদের। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণচন্দ্র শীল, খ্যাতিমান নজরুলসঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা ও সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ড. বিশ^জিৎ রায়। দলীয় পরিবেশনায় সঙ্গীত ভবনের শিল্পীদের কণ্ঠে উচ্চারিত হয় সম্প্রীতির বাণী। চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদীরূপে প্রকাশিত হয় সেই গান। অনেক কণ্ঠ মিলে যায় এক সুরে। সবাই মিলে ঐক্যের সুরে গেয়ে ওঠে- দেখ মা এবার দুয়ার খুলে/গলে গলে এলো মা/তোর হিন্দু-মুসলমান দু ছেলে ...। ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ শিরোনামের সঙ্গীত পরিবেশন করেন নির্ঝরিনীর শিল্পদল। গীত শতদলের শিল্পীরা শুনিয়েছেন ‘যাব না যাব না যাব না ঘরে’ শীর্ষক সঙ্গীত। অভ্যুদয় পরিবেশিত গানের শিরোনাম ছিল ‘আমরা নাচি ফুলে ফুলে’। উত্তরায়ণের শিল্পীরা গেয়েছেন ‘কে তুমি বসি নদী কূলে একেলা’। সপ্তরেখা শিল্পী গোষ্ঠী পরিবেশন করে ‘সবারে বাসরে ভাল নইলে মনের কালো ঘুচবে নারে’। উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশিত গানের শিরোনাম ছিল ‘জল বলে চল, মোর সাথে চল তোর আঁখিজল, হবে না বিফল’। একক কণ্ঠের পরিবেশনায় মহাদেব ঘোষ গেয়েছেন ‘আমারে এ আঁধারে এমন করে চালায় কে গো’। তাসলিমা বেগম নীতা শুনিয়েছেন ‘কে আবার বাজায় বাঁশি’। সাদ ইসলামের দুই গ্রন্থের প্রকাশনা ॥ কম্পিউটার প্রকৌশলী হলেও লেখালেখির মাঝেই জীবনের সার্থকতা খুঁজে ফেরেন সাদ ইসলাম। তাই পেশায় প্রকৌশলী হলেও নেশায় তিনি লেখক। ফিকশন ও ননফিকশন দুই ধারাতেই লিখেন তরুণ প্রজন্মের এই লেখক। আর লেখার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ইংরেজী ভাষা। বৃহস্পতিবার অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হলো তার নতুন দুটি গ্রন্থ ‘ড্রিমিং রেইনড্রপস’ ও ‘হাউ টু বিকাম এ সাকসেসফুল স্টুডেন্ট’। বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলে সাদ ইসলামের গ্রন্থ দুটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। বই দুটির ওপর আলোচনা করেন গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং এই সময়ের পাঠকপ্রিয় লেখক সাদাত হোসাইন। স্বাগত বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী এবং অন্যদিন-এর সম্পাদক মাজহারুল ইসলাম।
×