ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ ॥ পালন করা হবে কাল

প্রকাশিত: ০১:২১, ২০ অক্টোবর ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ ॥ পালন করা হবে কাল

জবি সংবাদদাতা ॥ ২০ অক্টোবর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারী ছুটি থাকায় আগামীকাল বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বেলা ১১টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এর পর বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। বেলা ১১টা ২০ মিনিটে ক্যাম্পাসে অস্থায়ী টিকা ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। উল্লেখ্য, উদ্বোধনী দিনে প্রায় ১৫০ শিক্ষার্থীকে কোভিড-১৯-এর টিকা প্রদান করা হবে। পরবর্তীতে, সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কোভিড-১৯’র টিকার আওতায় আনার জন্য কার্যক্রম চলমান থাকবে। দুপুর ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
×