ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অপর ম্যাচে আজ হল্যান্ডের মুখোমুখি নামিবিয়া

শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড দুই দলই আত্মবিশ্বাসী

প্রকাশিত: ০০:১৩, ২০ অক্টোবর ২০২১

শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড দুই দলই আত্মবিশ্বাসী

শাকিল আহমেদ মিরাজ ॥ টি২০ বিশ্বকাপে ‘এ’ গ্রুপের বড় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। সাবেক চ্যাম্পিয়ন লঙ্কানরা নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে মিশন শুরু করেছে। হল্যান্ডের বিপক্ষে সমান ৭ উইকেটের জয়ে আইরিশদেরও শুরুটা হয়েছে দারুণ। অর্থাৎ আজ জিতলেই ‘এ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার টুয়েলভের পথে এগিয়ে যাওয়ার সুযোগ। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা এবং আইরিশ অধিনায়ক এ্যান্ড্রু বালবার্নি দুজনই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে আসরে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হবে নামিবিয়া ও হল্যান্ড। ‘বি’ গ্রুপে বৃহস্পতিবার আছে দুটি খেলা। মাসকাটে গ্রæপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি (পিএনজি)। রাতে ওমান-স্কটল্যান্ড ম্যাচটা হয়ে উঠতে পারে গ্রুপের সমীকরণ মেলানোর শেষ দ্বৈরথ। শারজায় ২২ অক্টোবর নামিবিয়া-আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা-হল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হবে রাউন্ড ওয়ান। পরিষ্কার হয়ে যাবে কোন চার দল যাচ্ছে সুপার টুয়েলভে। মাঠের বাইরে শ্রীলঙ্কান ক্রিকেটে সময়টা ভাল যাচ্ছে না। আর্থিক টানাপোড়েনের কারণে সিনিয়ার ও পরিচিত খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের (এসএলসি) কেন্দ্রীয় চুক্তি নিয়ে বড় রকমের জটিলতা তৈরি হয়। দিমুথ করুনারতেœ, এ্যাঞ্জেলো ম্যাথুসসহ অনেক তারকাই এখন দলে নেই। শানাকার নেতৃত্বে তারুণ্য নির্ভর দল নিয়ে বিশ্বকাপে পাড়ি জমিয়েছে ২০১৪ আসরের চ্যাম্পিয়ন লঙ্কানরা। তবে টি২০র বিচারে দলটি ধুরন্ধর। নিজেদের দিনে যে কাউকে হারিরে দেয়ার ক্ষমতা রাখে। ঘরের মাঠে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় সঙ্গী করে বিশ^কাপের প্রস্তুতি ম্যাচেও তারা হারিয়েছে বাংলাদেশকে। মূল মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়াকে মাত্র ৯৬ রানে গুঁড়িয়ে দেয়ার পর ১৩.৩ ওভারে সেটি তারা টপকে যায় ৭ উইকেট হাতে রেখে। ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তরুণ অফস্পিনার মাহিশ থিকশানা। ‘আয়ার‌্যান্ড খুবই ভাল দল। আমাদের তাই সেরাটা দিয়ে খেলতে হবে। লক্ষ্য একটাই জয়ের মধ্য দিয়ে সুপার টুয়েলভের দিকে এগিয়ে যাওয়া’ বলেন শানাকা। অভিজ্ঞদের মধ্যে দীনেশ চান্দিমাল এবং কুসল পেরেরার নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়। পেসার লাহিরু কুমারা, দুশমন্ত চামিরা, টপ অর্ডার ব্যাটসম্যান পাথুম নিশানকা, অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা দনাঞ্জয়া ও ধনাঞ্জয়া ডি সিলভা সবাই পার্থক্য গড়ে দেয়ার মতো ক্রিকেটার। অন্যদিকে হল্যান্ডকে উড়িয়ে দেয়া আয়ারল্যান্ড অধিনায়ক বালবির্নিও আত্মবিশ^াসী। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা অত্যন্ত শক্তিশালী, তারা সাবেক চ্যাম্পিয়ন (২০১৪), দুই বারের রানার্স আপ (২০০৯, ২০১২)। তবে আমরাও প্রস্তুত। টি২০ ফরমেটের ম্যাচে যেকোন কিছউ হতে পারে।’ এ্যান্ড্রু বালবার্নির নেতৃত্বাধীন আয়ারল্যান্ডের প্রায় সবাই বিশ^ ক্রিকেটের পরিচিত মুখ। ওয়ানডে ও টি২০ (২০০৯, ২০১৪) ফরমেটে একাধিক বিশ^কাপ খেলা হয়ে গেছে তাদের। আছেন মার্ক এ্যাডায়ার, জর্জ ডকরেল, এ্যান্ড্রু ম্যাকব্রাইন, কেভিন ও’ব্রায়েন, পল স্টার্লিং, সিমি সিং, ক্রেইগ ইয়াংয়ের খেলোয়াড়। নামিবিয়া-হল্যান্ড দু’দলের জন্য দিনের প্রথম ম্যাচটা বিশ^কাপে টিকে থাকার লড়াই। যদিও দুই দলই নিজেদের প্রথম ম্যাচে একদমই প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০০৯ ও ২০১৪ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে আলোড়ন সৃষ্টি করা হল্যান্ড খেলেছে সর্বশেষ ২০১৬ বিশ^কাপেও। অধিনায়ক পিটার সিলার জানিয়েছেন, ঘুড়ে দাঁড়াতে আত্মবিশ^াসী তার দল। অন্যদিকে ২০০১ সালে কানাডায় অনুষ্ঠিত আইসিসি ট্রফির সাফল্যে ২০০৩ ওয়ানডে বিশ^কাপে খেলা নামিবিয়া দীর্ঘ ১৮ বছর পর আবার টি২০’র বিশ^মঞ্চে পা রেখেছে। দলটির কোচিং প্যানেলে আছেন সাবেক দুই প্রোটিয়া ক্রিকেটার পিয়েরে ডি ব্রæইন ও এলবি মরকেল। অধিনায়ক জেরার্ড এরাসমাস, ব্যাটসম্যান স্টিফেন বার্ড, ক্রেইগ উইলিয়ামস ও স্মিথ দলটির বড় ভরসা। অলরাউন্ডার অধিনায়কও বড় পারফর্মার।
×