ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ২৩:২৯, ১৯ অক্টোবর ২০২১

অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদিকে কদমতলীতে গুলিভর্তি অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সূত্র জানায়, রাজধানীর মাতুয়াইলে বাসের ধাক্কায় আবুল কাশেম (৬০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাতিজা মোঃ রুবেল হোসেন (৩২) আহত হয়েছে। নিহতের ভাতিজা রুবেল জানান, তার চাচা কাওরানবাজারে একটি চকোলেট ফ্যাক্টরিতে কাজ করতেন। সোমবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলে চাচাকে নিয়ে জমিসংক্রান্ত কাজে গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাখালী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মাতুয়াইল এলাকায় এলে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। এতে চাচা আবুল কাশেম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একইদিন ভোর ৪টার দিকে পুলিশ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের পাশে ফুটপাথ থেকে রেখা (৪৫) নামে এক নারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম জানান, ভোর ৪টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের গেট থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি জানান, ওই নারী ভবঘুরে। ধারণা করা হচ্ছে, গর্ভপাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে রবিবার গভীররাতে কমলাপুর রেলওয়ে পুরাতন মসজিদের পাশের ফুটপাথ থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবৈধ অস্ত্র ও মাদকসহ তিনজন গ্রেফতার ॥ রাজধানীর কদমতলীতে ২টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শূটারগান ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, জাকির হোসেন (৩০), আজিজুল হক (২২) ও মোঃ পলাশ মোল্লা (২৮)। র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া), সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব জানান, রবিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৪৭ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
×