ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুহিবুল্লাহ হত্যাকান্ডে জড়িত সন্দেহে আরসা ক্যাডার গ্রেফতার

প্রকাশিত: ২২:০৩, ১৮ অক্টোবর ২০২১

মুহিবুল্লাহ হত্যাকান্ডে জড়িত সন্দেহে আরসা ক্যাডার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ডের পর আত্মগোপনে থাকা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসা’র সন্দেহভাজন এক ক্যাডারকে গ্রেফতার করেছে একটি গোয়েন্দা সংস্থা। শনিবার তাকে নাইক্ষ্যংছড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সন্ত্রাসী নিজেকে রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপ আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীদের গ্রেফতারে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার এড়াতে আরসার এই ক্যাডার ক্যাম্প ছেড়ে নাইক্ষ্যংছড়িতে আত্মগোপন করেছিল। গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, গোপনে সংবাদ পেয়ে নাইক্ষ্যংছড়ি সদরের দক্ষিণ বিছামারা এলাকা থেকে এই সন্ত্রাসী রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। ধৃত রোহিঙ্গা আবদুল নবী (৪০) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর আশ্রিত রোহিঙ্গা ইমাম হোসেনের পুত্র। গ্রেফতারের পর আবদুল নবীকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে সন্ত্রাসীদের অব্যাহত হুমকির কারণে নিরাপত্তা দিতে রোহিঙ্গাদের শীর্ষস্থানীয় নেতা মোঃ মুহিবুল্লাহর পরিবারসহ ৯ পরিবারকে অন্যত্র একটি সেন্টারে সরিয়ে নেয়া হয়েছে। রোহিঙ্গাদের এ নেতার হত্যাকান্ডের ঘটনায় মামলা করার পর থেকে তার ছোটভাই হাবিব উল্লাহ, স্ত্রী নাসিমা খাতুনসহ স্বজনদের অপরিচিত নম্বর থেকে মেসেজ পাঠিয়ে প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, এসব হুমকির ঘটনা কেন এবং কারা ঘটাচ্ছে- তা নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
×