ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জলবায়ু সহনশীল পদ্ধতি গড়ে তুলতে বিশ্বকে অনেক কিছু শিখিয়েছে বাংলাদেশ ॥ ফ্লাহার্টি

প্রকাশিত: ০০:৪৭, ১৭ অক্টোবর ২০২১

জলবায়ু সহনশীল পদ্ধতি গড়ে তুলতে বিশ্বকে অনেক কিছু শিখিয়েছে বাংলাদেশ ॥ ফ্লাহার্টি

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ২৬ এর আঞ্চলিক দূত কেন ও’ফ্লাহার্টি বলেছেন, ব্রিটেনের গ্লাসগোতে আগামী মাসের সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু সহনশীলতা সম্পর্কে অভিজ্ঞতালব্ধ জ্ঞান বিশ্বনেতৃবৃন্দের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হবে। খবর বাসসর। এশিয়া প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার যুক্তরাজ্য মনোনীত আঞ্চলিক দূত ফ্লাহার্টি বলেন, কপ২৬-এ জলবায়ু ঝুঁঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে- জলবায়ু ইস্যুতে পদক্ষেপ নিতে গোটা বিশ্বকে উৎসাহিত করার জন্য বাংলাদেশের ‘বলিষ্ঠ নৈতিক’ আওয়াজ তোলার ভূমিকা আছে। তিনি বলেন, ‘(জলবায়ু পরিবর্তনের) বিরূপ প্রভাব প্রশমনে নেতৃত্বের আসন থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু সহনশীল পদ্ধতি গড়ে তোলার ব্যাপারে বিশ্বকে অনেক কিছু শিখিয়েছে।’ গত সপ্তাহে ফ্লাহার্টি বাসসের কূটনৈতিক প্রতিনিধি ও অপর এক স্থানীয় সংবাদ সংস্থাকে এক সাক্ষাতকার প্রদানকালে এ সব কথা বলেন। কপ-২৬ এর প্রধান আয়োজক ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন এর আগে বলেন, তিনি আশা করেন যে- ‘এই ঘটনা মানবতার ইতিহাসে এক সন্ধিক্ষণ হয়ে থাকবে।’
×