ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদ্যোক্তা সমাবেশ

প্রকাশিত: ০০:১৩, ১৭ অক্টোবর ২০২১

উদ্যোক্তা সমাবেশ

সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার দিনব্যাপী উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার সাতটি উপজেলার নারী উদ্যোক্তাসহ প্রায় ২৫০ জন উদ্যোক্তা অংশ নেন। এছাড়া একাডেমি চত্বরে ১৫টি স্টল বসানো হয়। গাইবান্ধা উদ্যোক্তা ফোরাম এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উদ্যোক্তা ফোরামের চেয়ারম্যান হাফিজুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বেলাল উদ্দীন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আব্দুস সবুর, উদ্যোক্তা আহসান কবির, সাংবাদিক কেএম রেজাউল হক ও প্রণব সাহা প্রমুখ। পাঠাগার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ মীরসরাইয়ের জোরারগঞ্জ দেওয়ানপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘রক্তের বন্ধনে মীরসরাই’-এর সহযোগিতায় ৬শ’ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বিদ্যাসাগর পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি বাবুল সেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নাসিরাবাদ সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ স্বপন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুমন ঘোষ, চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বিপুল দত্ত প্রমুখ।
×