ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইমো হ্যাকারদের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

প্রকাশিত: ০০:১০, ২১ সেপ্টেম্বর ২০২১

ইমো হ্যাকারদের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের লালপুরে ইমো হ্যাকারদের বিরুদ্ধে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে আমলে নিয়ে নিয়মিত মামলা দায়ের করতে পুলিশকে স্বপ্রণোদিত আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, নিয়মিত মামলা রুজুু করার জন্য লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছে আদালত। ২২ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে আদালতকে জানানোর জন্য আদেশ দেয়া হয়। সেই সাথে একইদিনে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন বিচারক। নাটোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজু আহমেদ বলেন, আদালত তার আদেশে অপরাধটিকে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ও ৩৪ ধারার অধীনে দণ্ডনীয় আমলযোগ্য অপরাধ বলে উল্লেখ করেন।
×