ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেন্টমার্টিনে ডুবোচরে আটকে পড়া নৌকা গভীর রাতে উদ্ধার

প্রকাশিত: ১৬:২০, ৪ আগস্ট ২০২১

সেন্টমার্টিনে ডুবোচরে আটকে পড়া নৌকা গভীর রাতে উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার/ সংবাদদাতা, টেকনাফ ॥ টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারি যাত্রীবাহী দুইটি বোট সাগরের ডুবোচরে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে স্থানীয় যাত্রীদের। মঙ্গলবার ট্রলার দুইটি টেকনাফ থেকে সেন্টমার্টিন যাচ্ছিল। ওই বোটে ৪০জন নারী-পুরুষ ও শিশু ছিল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় আটকা ইঞ্জিন চালিত বোট দুইটি প্রশাসনের সহযোগিতায় রাত একটায় উদ্ধার করে যাত্রীদের সেন্টমার্টিনে পৌছে দেয়া হয়েছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারি সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালি খাল থেকে যাত্রী ও মালামাল নিয়ে 'এসবি তামিম' ও 'এসবি আল নোমান' নামে দুটি সার্ভিস ট্রলার সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এরমধ্যে 'এসবি তামিম' নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা অতিক্রম করার কিছুক্ষণ পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন বোটটি সাগরের মাঝখানে ভাসছিল। পরে টেকনাফ থেকে মালামাল ভর্তি অপর ট্রলার 'এসবি আল নোমান' রাত আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ওই ট্রলারে থাকা যাত্রীদের উদ্ধার করে নেয়া হয়। পরে ইঞ্জিন বিকল হয়ে পড়া ট্রলারটিতে রশি বেঁধে টেনে সেন্টমার্টিন দ্বীপে নিয়ে যাবার চেষ্টা করা হলে যাত্রীদের বাঁধার মুখে পড়ে। তাদের পুনরায় শাহপরীর দ্বীপ জেটিতে নিয়ে আসার চাপ দেয় যাত্রীরা। চাপের মুখে 'এসবি নোমান' এর (মাঝি) চালক ইঞ্জিন বিকল হয়ে পড়া "এসবি তামিম' ট্রলারটি সহ যাত্রীদের নিয়ে ফেরার পথে মিয়ানমারের সীমানা ঘেঁষা বঙ্গোপসাগরে নাইক্ষংদিয়া সংলগ্ন ডুবোচরে জোয়ারের পানি কমে যাওয়ায় ট্রলার দুটি আটকা পড়ে। রাত এগারোটায় আটকা পড়া ট্রলার দুটি ও যাত্রীদের উদ্ধারের জন্য সেন্টমার্টিন দ্বীপ থেকে আরও তিনটি সার্ভিস ট্রলার ঘটনাস্থলে যায়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য কোস্টগার্ড ও সার্ভিস ট্রলার মালিক সমিতি চেষ্টা চালিয়েছে। জোয়ার আসার পর ট্রলার দুইটি ভেসে উঠলে তখন আটকে পড়া যাত্রী ও ট্রলার দুটি উদ্ধার করে নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে নিয়ে যাওয়া হয়।
×