ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চলতি মাসে আরও ৫০ লাখ টিকা আসছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২১:৫৭, ৩ আগস্ট ২০২১

চলতি মাসে আরও ৫০ লাখ টিকা আসছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ চলতি মাসে দেশে করোনার আরও ৫০ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা বিভিন্ন দেশ ও সংস্থার টিকা পাচ্ছি। এরই মধ্যে কোভ্যাক্স থেকে এ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছি। মডার্নার টিকা পেয়েছি, ফাইজারের টিকা পেয়েছি। ভারতের কাছে এ্যাস্ট্রাজেনেকার ২ কোটিরও বেশি টিকা পাওনা রয়েছে। চীনের সঙ্গে চুক্তি করে সিনোফার্মের অনেক টিকা পেয়েছি। সব মিলিয়ে এ মাসে ৫০ লাখ টিকা আসা নিশ্চিত হয়েছে। হয়তো এর বেশিও আসতে পারে। ফাইজারের টিকাও এ মাসে আসার কথা রয়েছে বলে জানান মন্ত্রী। সোমবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় গর্ভবতী মায়েদের টিকা দেয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, গর্ভবতী মায়েদের আমরা টিকা দিতে চাই। এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞ যে টিম রয়েছে, তাদের পরামর্শ নেয়া হচ্ছে। এ বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন আছে, সে অনুযায়ী গর্ভবতী মায়েদের টিকা দেয়ার যথাযথ ব্যবস্থা নেব।
×