ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ অনুশীলনে নামছে টাইগার ও অসিরা

প্রকাশিত: ২২:৩৯, ১ আগস্ট ২০২১

আজ অনুশীলনে নামছে টাইগার ও অসিরা

স্পোর্টস রিপোর্টার ॥ দু’দল একইদিনে বাংলাদেশে এসেছে। এরপর ৩ দিন রাজধানী ঢাকার একটি হোটেলে কোয়ারেন্টাইন করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই কোয়ারেন্টাইন শেষ করে এখন মাঠে নামার অপেক্ষায় আছে উভয় দল। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনে নামবে দু’দল। অবশ্য তার আগে দ্বিতীয় দফা করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ পেতে হবে ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফদের। ঢাকায় পা রাখার পরই দু’দলের সবাই যে করোনা পরীক্ষা দিয়েছিলেন তাতে নেগেটিভ হন। শনিবার আরেক দফা করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন সবাই। যারা নেগেটিভ সনদ পাবেন তারা মাঠে নামার সুযোগ পাবেন। আজ প্রথমদিনের অনুশীলনে বাংলাদেশ দল সকাল ১০টা থেকে শেরেবাংলার মূল মাঠ এবং ইনডোর-আউটারে ব্যস্ত সময় কাটাবে। আর বিকেল ৪টা থেকে জাতীয় একাডেমি ও শেরেবাংলার মূল মাঠে অনুশীলন করবে অসিরা। আজ এবং সোমবার এই দু’দিন মাত্র অনুশীলন করেই ৩ আগস্ট থেকে ৫ ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে দু’দল। মিরপুরে সন্ধ্যা ৬টায় ম্যাচগুলো মাঠে গড়াবে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দেয়া করোনা প্রটোকলের প্রস্তাবনাগুলো মেনে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫ ম্যাচের টি২০ সিরিজ আয়োজন করছে। করোনাভাইরাসের শঙ্কা যেন কোনভাবেই মাথাচাড়া না দিতে পারে সেজন্য বেশ কড়াকড়ি করেই নিñিদ্র এক জৈব সুরক্ষা বলয় গড়া হয়েছে। এমনকি এই প্রথম মিডিয়াকর্মীসহ সব বহিরাগতদের জন্য মিরপুর স্টেডিয়ামে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়। আজ অবশ্য সীমিত সংখ্যক মিডিয়াকর্মী স্টেডিয়ামে যেতে পারবেন, তবে অনেক দূর থেকেই অবলোকন করতে হবে দু’দলের অনুশীলন। সিএ করোনা সংক্রমণ সতর্কতায় যে বিধিনিষেধ দিয়েছে সে অনুসারে এমনকি অসিরা অনুশীলন করবে প্রায় অবরুদ্ধ থেকে এবং নিভৃতে। সে সময় গ্রাউন্ডসম্যানসহ আর কেউ মাঠে থাকতে পারবে না। বাংলাদেশ দলের অনুশীলনেও তা মানতে হবে। এসবই সিএ থেকে দেয়া প্রস্তাবনা। আর সেসব মেনেও নিয়েছে বিসিবি। এমনকি দু’দলের কোন ক্রিকেটার মিডিয়ার সঙ্গে দূর থেকেই আনুষ্ঠানিক সাক্ষাতকার দিতে পারবেন না। এমন কড়াকড়ি স্বাস্থ্যবিধি মেনেই আজ থেকে শুরু হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলের অনুশীলন। আর সে কারণে স্বাগতিক দল হয়েও বাড়তি কোন সুবিধা পাচ্ছে না টাইগাররা এ সিরিজে। সফরকারী অস্ট্রেলিয়ার জন্য যে নিয়ম, একই নীতি স্বাগতিকদের জন্যও। এবার অস্ট্রেলিয়া দলে নেই বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশে পা রেখে গত ৩ দিন কোয়ারেন্টাইন করেছে অসিরা। অধিনায়ক এ্যারন ফিঞ্চ এবং আগেই নাম প্রত্যাহার করে নেয়া স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েলদের ছাড়া টি২০ সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে তারা। এদের ছাড়াই ২০১৭ সালের পর আবার বাংলাদেশে এসেছে অসিরা। বাংলাদেশের মাটিতে নেমেই করোনা পরীক্ষাও দিয়েছে তারা এবং নেগেটিভও হয়েছে। আজ দ্বিতীয় দফায় দেয়া পরীক্ষাতে নেগেটিভ হলেই অনুশীলনে নামবেন সবাই। স্বাগতিক বাংলাদেশ দলের জন্যও একই প্রটোকল। জিম্বাবুইয়ে সফরে প্রায় ১ মাস কাটিয়ে বৃহস্পতিবার ফিরে ৩ দিনের কোয়ারেন্টাইন শেষ করেছে তারা। আজ অনুশীলনে ঘাম ঝরাবে টাইগাররা সকাল থেকে। কারণ তারা বৃহস্পতিবার সকালে দেশে ফেরে এবং বিকেলে আসে অসিরা। তাই অসিদের প্রথমদিনের অনুশীলন বিকেল থেকে সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয়। তাছাড়া ম্যাচগুলো যেহেতু কৃত্রিম আলোতেই অনুষ্ঠিত হবে তাই প্র্যাকটিসে সেটার রিহার্সেল করার সুযোগ থাকছে। সোমবার নিজেদের দ্বিতীয়দিনের অনুশীলন বাংলাদেশ দল করতে পারবে বিকেল থেকে সন্ধ্যায়। এদিন আবার অসিরা অনুশীলন করবে সকাল ১০টা থেকে। দু’দলের এই ভিন্ন ভিন্ন সময় মাত্র ২ দিন অনুশীলনের পরই মূল লড়াইয়ে মুখোমুখি হতে হবে।
×