ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনা বিভাগে করোনায় আরও ৪১ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:২৬, ৩০ জুলাই ২০২১

খুলনা বিভাগে করোনায় আরও ৪১ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ খুলনা বিভাগে করোনায় প্রাণ গেল আরও ৪১ জনের। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৭, রংপুর বিভাগে ১১, সিলেট বিভাগে ১২, বরিশাল বিভাগে ২০, সাতক্ষীরায় ছয়, ফরিদপুরে সাত, কুষ্টিয়ায় ১১, কিশোরগঞ্জে পাঁচ, ঠাকুরগাঁওয়ে ৩, বগুড়ায় ১৩, বরগুনার আমতলীতে দুই, শেরপুরে ৫, ল²ীপুরে ৪, দিনাজপুরে ৫, ঝালকাঠিতে ২, মানিকগঞ্জে ৩, মাগুরায় দুই ও ব্রাহ্মণবাড়িয়ায় এক বৃদ্ধা মারা গেছেন। এদিকে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে এক হাজার ১৯, চট্টগ্রাম বিভাগে ১৩১৫, রাজশাহীতে ১২৪, রংপুর বিভাগে ৭৪৮, বরিশাল বিভাগে ৬৫৬, সাতক্ষীরায় ৬০, ফরিদপুরে ১৮২, কুষ্টিয়ায় ১৪৯, মাগুরায় ৫১, সিলেট বিভাগে ৬৬০, শেরপুরে ৮৮, কিশোরগঞ্জে ১৩২, বগুড়ায় ১১২, ঠাকুরগাঁওয়ে ৮০, গাইবান্ধায় ৭০, নীলফামারীতে ৫৯ জন, ল²ীপুরে ২০৫, নওগাঁয় ২৫, দিনাজপুরে ১৮০, মানিকগঞ্জে ২০৩, ঝালকাঠিতে ৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে ঢাকার দোহারে করোনা আক্রান্তদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট দুই হাজার ৩৩৫ জন। আক্রান্ত হয়েছেন মোট ৯১ হাজার ৫৬৮ জন। সুস্থ হয়েছেন মোট ৬৬ হাজার ৫৮০ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরীর চার হাসপাতালে খুলনার ১১ জন করোনায় মারা গেছেন। এদের মধ্যে আট জন খুলনা মহানগরীর এবং তিনজন বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার বাসিন্দা ছিলেন। একই সময়ে খুলনায় নতুন কলে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৮০ জনের। খুলনা সিভিল সার্জন দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
×