ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিরোপা রেস থেকে ছিটকে গেল গাজীও

প্রকাশিত: ২৩:৫৮, ২৪ জুন ২০২১

শিরোপা রেস থেকে ছিটকে গেল গাজীও

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) টি২০ আসরে বুধবার শেষ সুযোগ ছিল গাজী গ্রæপ ক্রিকেটার্সের সামনে শিরোপা রেসে থাকার। শিরোপার অন্যতম দাবিদার হয়ে ওঠা শীর্ষে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারাতে পারলেই রেসে ভালভাবে টিকে থাকতে পারত মাহমুদুল্লাহ রিয়াদের দলটি। কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা দারুণ লড়েও শেষ পর্যন্ত ২ উইকেটে পরাজিত হয়েছে প্রাইম ব্যাংকের কাছে। ১৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে প্রাইম ব্যাংক। আর সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে গাজী। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে আগেই শিরোপা রেস থেকে ছিটকে যাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব আবার হেরেছে। এদিন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে তারা হারে ৭ উইকেটে। সোমবার রাতেই প্রাইম ব্যাংকের কাছে ৫ উইকেটে হেরে শিরোপা রেস থেকে ছিটকে যায় মোহামেডান। এখন ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। শেখ জামালও শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে প্রাইম ব্যাংকের আরেকটি জয়ে। জামালের পয়েন্ট ১৪ ম্যাচে ১৭। সব দলেরই আর মাত্র দু’টি করে ম্যাচ বাকি। প্রাইম ব্যাংক, আবাহনী ও প্রাইম দোলেশ^র আছে শিরোপা রেসে। সকালে মিরপুরে টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান তোলে মোহামেডান। শামসুর রহমান ৪০ বলে ৩ চার, ১ ছক্কায় সর্বোচ্চ ৪৯ ও পারভেজ হোসেন ইমন ৩৫ বলে ৩ চার, ৩ ছক্কায় ৪৬ রান করেন। এবাদত হোসেন ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি ও জিয়াউর রহমান ৩টি উইকেট নেন। জবাবে শেখ জামাল প্রথম ওভারেই সৈকত আলীর (০) উইকেট হারিয়েও মোহাম্মদ আশরাফুলের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং এবং নুরুল হাসান সোহান ও তানবীর হায়দারের বিধ্বংসী ব্যাটিংয়ে জয় তুলে নেয় ১ ওভার বাকি থাকতেই। আশরাফুল ৪২ বলে ৪ চার, ১ ছক্কায় ৩৮ এবং সোহান ৩১ বলে ৩ চার, ১ ছক্কায় ৩৬ এবং তানবীর ১৭ বলে ৩ চার, ২ ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন। ১৯ ওভারে ৩ উইকেটে ১৩৭ রান তুলে ৭ উইকেটের জয় পায় শেখ জামাল। দুপুরের ম্যাচে ৯ উইকেটে মাত্র ১২৫ রান তোলে গাজী গ্রæপ। শেখ মেহেদি ৩১ বলে ৪ চারে সর্বোচ্চ ৩৩ ও আরিফুল হক ২৮ বলে ১ চার, ১ ছক্কায় ৩১ রান করেন। অলক কাপালি ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩টি ও শরিফুল ইসলাম ২টি উইকেট নেন। জবাবে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে প্রাইম ব্যাংক। নিয়মিত বিরতিতে তাদের উইকেট তুলে নিয়ে ১১৫ রানেই ৮ ব্যাটসম্যানকে ফেরত পাঠায় গাজীর বোলাররা। তবে নাহিদুল ইসলামের ২৫ বলে ১ চার, ৩ ছক্কায় করা ৩৯ ও কাপালির ১৫ বলে ২ চার, ১ ছক্কায় করা অপরাজিত ২১ রানে শেষ ওভারে জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১২৯ রান তোলে তারা। গাজীর হয়ে ২টি করে উইকেট নেন শেখ মেহেদি, নাসুম আহমেদ ও মুমিনুল হক।
×