ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সফিউদ্দীন আহমেদকে নিবেদিত ছাপচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ২৩:২২, ২৪ জুন ২০২১

সফিউদ্দীন আহমেদকে নিবেদিত ছাপচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ গ্যালারিজুড়ে ছড়িয়ে আছে বিবিধ বিষয়নির্ভর ছাপচিত্র। সেসব ছবিতে উদ্ভাসিত হয়েছে চলমান বাস্তবতা থেকে কল্পিত জগত। কিছু কাজে রয়েছে নিরীক্ষার ছাপ। আর ছাপচিত্র মাধ্যমের আশ্রয়ে চিত্রকর্মগুলো সৃজন করেছেন একঝাঁক তরুণ চিত্রকর। সেসব ছবি নিয়ে ধানমণ্ডির গ্যালারি চিত্রকে চলছে প্রদর্শনী। দেশের ছাপচিত্র আন্দোলনের পথিকৃৎ শিল্পী সফিউদ্দীন আহমেদের ৯৯তম জন্মদিন উদ্যাপনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মূলত নবীন ছাপচিত্রীদের সৃজনশীলতাকে মেলে ধরার উদ্দেশে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সে লক্ষ্যে একইসঙ্গে একই প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে দুটি বিশেষ শিল্পায়োজন। এর মধ্যে শিল্পগুরু সফিউদ্দীন পদকপ্রাপ্ত তিন শিল্পীর ছাপচিত্র দিয়ে সাজানো একটি প্রদর্শনী। আর অপর প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে সফিউদ্দীন আহমেদ প্রিন্ট মেকিং স্টুডিওর কুড়ি সদস্যের চিত্রিত ছাপচিত্র। বুধবার বিকেলে দশ দিনব্যাপী এই শিল্পায়োজনের সূচনা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ছাপচিত্র শিল্পী আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন প্রখ্যাত শিল্পী সৈয়দ আবুল র্বাক আলভী। এছাড়া উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সফিউদ্দীন আহমেদের ছেলে শিল্পী আহমেদ নাজির। প্রদর্শনীতে বিশেষ মাত্রা যোগ করেছে সফিউদ্দীন আহমেদ পদকপ্রাপ্ত তিন ছাপচিত্রীর কাজগুলো। বিশাল চিত্রপটে উদ্ভাসিত হয়েছে তাদের চিত্রকর্মগুলো। এই শিল্পীরা অধিকাংশ কাজ ছুঁয়ে গেছে জীবনের বাস্তবতাকে। সেই সুবাদে তাদের কাজে উঠে এসেছে চারপাশে দেখা মানব-মানবীর সহজাত ভঙ্গিমা কিংবা অভিব্যক্তি। রঙিন ক্যানভাসে বর্ণিত হয়েছে যাপিত জীবনের চালচিত্র। দেখা মেলে স্টিল লাইফ থেকে ধাবমান জীবনের প্রতিচ্ছবি। পুরস্কারজয়ী এই তিন প্রতিশ্রæতিশীল শিল্পী হলেন ফখরুল ইসলাম মজুমদার শাকিল, মোঃ শাহেদ হোসাইন ও মোঃ আশরাফুল আলম। এই শিল্পীত্রয়ীর ৫৩টি ছাপচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে। অপরদিকে সফিউদ্দীন আহমেদ প্রিন্ট মেকিং স্টুডিওতে শিল্পচর্চাকারী ২০ জন শিল্পীর ৩১টি চিত্রকর্ম দিয়ে সজ্জিত হয়েছে আরেকটি প্রদর্শনী। এতে অংশ নেয়া শিল্পীরা হলেন- আসমিতা আলম শাম্মী, কামরুজ্জামান, সাদেক আহমেদ, ফাওয়াজ রব, আবদুল হালিম, ঝোটন চন্দ্র রায়, মোঃ মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম, সুস্মিতা বড়ুয়া, তুরিন তাসমীরা দিশারী, ফয়সাল আবির, সামিয়া আহমেদ, ফাহমিদা সুমনা, চিত্রন সাহা, শাকিয়া মুমতাহিনা রিয়া, আরিফুল ইসলাম, জিন্নাতুন জান্নাত, জিএম মেহেদী হাসান, নুসরাত জাহান ও নাফিয়া তাবাসসুম। সব মিলিয়ে শিল্পায়োজনে ৮৪টি ছাপচিত্রের সম্মিলন ঘটেছে। প্রদর্শনী চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। ধানমÐির ৪ নম্বর সড়কের ২১/এ ঠিকানার গ্যালারি চিত্রকে চলমান প্রদর্শনীটি উন্মুক্ত রয়েছে সকল দর্শনার্থীর জন্য। প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
×