ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুপার লীগ থেকে ছিটকে গেলেন তাসকিন

প্রকাশিত: ০০:৫৪, ২০ জুন ২০২১

সুপার লীগ থেকে ছিটকে গেলেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) টি২০ আসরের লীগপর্ব শেষ হয়েছে। সুপার লীগপর্ব হয়ে যাচ্ছে তারকাহীন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অন্যতম ব্যাটিংস্তম্ভ, বাঁহাতি ওপেনার তামিম ইকবাল হাঁটুর ব্যথার জন্য খেলছেন না। সুপার লীগ না খেলেই যুক্তরাষ্ট্রে চলে গেছেন মোহামেডান স্পোর্টিংয়ে অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার মোহামেডান আরেক তারকাকেও হারিয়েছে। ডিপিএল রবিন লীগের দশম রাউন্ডে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল ফেটে যাওয়ায় প্রায় নিশ্চিতই হয়ে যায় ডানহাতি পেসার তাসকিন আহমেদ খেলতে পারবেন না আর। তার বৃদ্ধাঙ্গুলের নিচের অংশে ৬টি সেলাই দিতে হয়েছে। ৪ দিন পর খোলা হবে সেই সেলাই এবং এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে তার মাঠে ফেরার উপযুক্ত হয়ে উঠতে লাগবে সবমিলিয়ে এক সপ্তাহের বেশি। তাই সুপার লীগে তাকে আর পাচ্ছে না মোহামেডান। তবে আসন্ন জিম্বাবুইয়ে সফরে যাওয়ার ক্ষেত্রে তাসকিনকে নিয়ে কোন সমস্যা নেই বলেই দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী। বিকেএসপির ৪ নম্বর মাঠে গত বুধবার খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে মোহামেডানের বৃষ্টিবিঘিœত ম্যাচে ২ ওভার বোলিং করে ২২ রানে ২ উইকেট নেন তাসকিন। ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান। বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর মাঝামাঝি ফেটে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার ক্ষতে ৬টি সেলাই দিতে হয়। পরদিন জৈব সুরক্ষা বলয়ে থাকা টিম হোটেল ছেড়ে বাসায় ফেরেন তাসকিন। শনিবার বিসিবির মেডিক্যাল বিভাগের কাছে হাত দেখাতে আসেন তিনি। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী তাসকিনের ক্ষতে ব্যান্ডেজ করে দিয়েছেন।
×