ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যশোরে বিদ্যুতস্পৃষ্টে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২৩:৪৮, ২০ জুন ২০২১

যশোরে বিদ্যুতস্পৃষ্টে দুই শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর ও মণিরামপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদের একজনের নাম নাঈম মাসুদ (২২), অন্যজনের নাম লিতুন হোসেন (১১)। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে মণিরামপুর উপজেলার খর্দ্দগাংড়া গ্রামে বিদ্যুত স্পর্শে মারা যায় লিতুন হোসেন। সে ওই গ্রামের টিটু হোসেনের ছেলে। সে স্থানীয় প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ জানায়, সকালে নিজেদের বসতঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল লিতুন। তখন কাদায় পিছলে পড়ে পাশে থাকা আর্থিংয়ের তারে হাত লাগে তার। বৃষ্টিতে আগে থেকে ওই তারটি বিদ্যুতায়িত হয়ে ছিল। স্পর্শ লেগে সেখানে পড়েছিল লিতুন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে যশোর শহরের খড়কি এলাকার শিক্ষক এনামুল হক ও শিক্ষক কাজী লুৎফুন্নেসার ছোট পুত্র নাঈম মাসুদ নিজ বাড়িতে বিদ্যুত স্পর্শে মারা গেছে। নাঈম মাসুদ যশোর এমএম কলেজের শিক্ষার্থী। প্রতিবেশীরা জানান, নিজ বাড়িতে ঘরের জানালা দেয়ার সময় বিদ্যুত স্পর্শে তার মৃত্যু হয়। এলাকার মানুষের অত্যন্ত ¯েœহের নাঈম মাসুদের মৃত্যুতে খড়কি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
×