ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় ২২ জুন থেকে লকডাউন

প্রকাশিত: ২৩:৩৫, ২০ জুন ২০২১

খুলনায় ২২ জুন থেকে লকডাউন

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার বিস্তার রোধে আগামী ২২ জুন থেকে খুলনায় সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় করোনা সংক্রমণের উর্র্ধগতি রোধে আরও সাত দিন বাড়ান হলো কঠোর বিধিনিষেধের মেয়াদ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। করোনার বিস্তার রোধে আগামী ২২ জুন থেকে সাত দিনের জন্য খুলনা জেলা ও মহানগরীতে কঠোর লকডাউন আরোপ করা হবে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচামাল ও ওষুধ বহনকারী যানবাহন ব্যতীত কোন গণপরিবহন খুলনায় প্রবেশ করতে বা বের হতে পারবে না। কঠোর লকডাউন বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে। শনিবার দুপুরে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা ও মহানগর কমিটির সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ সকল সিদ্ধান্ত জানান। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন এবং খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা ও সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ অনলাইনে যুক্ত ছিলেন। সভায় জেলা প্রশাসক আরও জানান, খুলনা জেনারেল হাসপাতালকে ৭০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এটি রবিবার থেকে চালু হবে। কুষ্টিয়ায় বিধিনিষেধ বাড়ল ॥ জেলায় বিশেষ করে কুষ্টিয়া পৌর এলাকায় করোনা সংক্রমণের হার উদ্বেগজনভাবে বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর করা হয়েছে নতুন এ বিধিনিষেধ। জেলা করোনা প্রতিরোধ কমিটির সুপারিশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম শুক্রবার রাতে এক গণবিজ্ঞপ্তি জারি করে ১৮ জুন মধ্যরাত থেকে আগামী ২৫ জুন মধ্যরাত পর্যন্ত কুষ্টিয়া শহরের পৌর এলাকায় দ্বিতীয় দফায় ৭ দিনের এই কঠোর বিধিনিষেধ আরোপ করেন। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কুষ্টিয়ায় কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। মাগুরা শহর ও মহম্মদপুর উপজেলায় লকডাউন ॥ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার সকাল থেকে ষষ্ঠ দিনের মতো মাগুরা শহর ও মহম্মদপুর উপজেলায় লকডাউন চলছে। লকডাউনের কারণে শহরের প্রবেশ পথে বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। লোক চলাচল কমে গেছে এবং মোটরসাইকেল, ইজিবাইক, রিক্সা চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পুলিশী টহল চলছে ও প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। জনগণকে সচেতন করতে চলছে মাইকিং। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই লকডাউন ঘোষণা করা হয়। ঘোষিত অনুযায়ী লকডাউন চলাকালে মাগুরা শহরে ও মহম্মদপুর উপজেলা শহরে জরুরী পরিষেবা ব্যতীত সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। সন্ধ্যার পর থেকে ওষুধ ও খাবারের হোটেল ব্যতীত সব ধরনের দোকান বন্ধ থাকবে। মাগুরা শহরে কতদিন লকডাউন চলবে তা বলা হয়নি তবে মহম্মদপুরে সাতদিন লকডাউন চলবে। চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়ন লকডাউন ॥ করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়ন এলাকায় রবিবার থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে জেলা করোনা করণীয় সম্পর্কিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিধিনিষেধে বলা হয়েছে, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, ইজিবাইক, রিক্সা, মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে বেলা ১২টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে। এছাড়া সকল পশু ও পানের হাট বন্ধ থাকবে।
×