ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংসদে প্রশ্নোত্তর

শিক্ষার্থীদের টিকা দেয়ার পর ভার্সিটি শিক্ষা কার্যক্রম শুরু হবে ॥ দীপুমনি

প্রকাশিত: ২২:৪৮, ১৮ জুন ২০২১

শিক্ষার্থীদের টিকা দেয়ার পর ভার্সিটি শিক্ষা কার্যক্রম শুরু হবে ॥ দীপুমনি

সংসদ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের টিকা দেয়ার পর সরাসরি উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের সকলকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রæততম সময়ের মধ্যে করোনাভাইরাসের টিকা প্রদানের আওতায় নিয়ে আসা হবে। আবাসিক শিক্ষার্থীদের দিয়ে টিকা প্রদানের কর্মসূচী শুরু হবে। টিকা প্রদানের পর হলসমূহ খুলে দেয়া হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের সরাসরি ক্লাস শুরু হবে। বৃহস্পতিবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারী দলের সদস্য মোঃ শহীদুজ্জামান সরকার। লিখিত জবাবে মন্ত্রী আরও জানান, সারাবছর শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ করতে পারে সে জন্য একটি ডেডিকেটেড টেলিভিশন চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
×