ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাজেটে বিশেষ বরাদ্দ চায় টোয়াব

প্রকাশিত: ২৩:৩২, ১৩ জুন ২০২১

বাজেটে বিশেষ বরাদ্দ চায় টোয়াব

স্টাফ রিপোর্টার ॥ করোনায় বিপর্যস্ত পর্যটন খাত পুনর্গঠন, শ্রমিক-কর্মচারীদের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দ এবং পর্যটনের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম এ্যান্ড হোটেলস ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশন টোয়াব। শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাজেট ভাবনা : করোনাকালে বিপর্যস্ত পর্যটন খাত এবং পর্যটন শিল্পের শ্রমিক-কর্মচারীদের সুরক্ষায় করণীয়- শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। এছাড়াও সভায় বক্তারা একাধিক দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বাজেটে পর্যটন আবাসন, হোটেল-রেস্তরাঁ, পর্যটন পরিবহনসহ পর্যটনের ১২টি উপখাতের ১১৯ ধরনের কাজে নিযুক্ত শ্রমিক-কর্মচারীদের খাদ্য, আবাসন, চাকরি ও সামাজিক নিরাপত্তাসহ করোনাকালে সুরক্ষার জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ, পর্যটন সংশ্লিষ্ট সব উপখাতের শ্রমিক-কর্মচারীদের শ্রম আইনে অন্তর্ভুক্তকরণ ও আইনের বাস্তবায়ন, পর্যটন জেলাগুলোতে শ্রম আদালত- শ্রম পরিচালক-শ্রম পরিদর্শকের দফতর স্থাপন, পর্যটন খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য মজুরি কাঠামো নির্ধারণ, করোনা টিকা প্রদানে উৎপাদনে যুক্ত শ্রমিক-কর্মচারীদের অগ্রাধিকার প্রদান, নিয়োগের ক্ষেত্রে বিদেশী বা স্বজনপ্রীতি বন্ধ এবং হোটেল-রেস্তরাঁ আইন-২০১৪ বাস্তবায়ন, দুর্যোগে শিল্প ও শ্রমিকের সুরক্ষা এবং শ্রমিক-কর্মচারীদের জন্য অবসরকালীন নিরাপত্তার জন্য বিশেষ তহবিল গঠন, রাষ্ট্রীয় সব অবকাঠামো নির্মাণ পরিকল্পনায় পর্যটন বিশেষজ্ঞদের যুক্ত করতে হবে।
×