ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিদ্দিকবাজার ও হাতিরঝিলে দুটি ভবনে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২৩:৩২, ১৩ জুন ২০২১

সিদ্দিকবাজার ও হাতিরঝিলে দুটি ভবনে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরঝিলে ও সিদ্দিকবাজারে দুটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে হাতিরঝিলের মীরবাগ রোডের এম ড্রেস নামে একটি সুতা কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দুপুর পৌনে ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, বেলা ১টা ৪৮ মিনিটে রাজধানীর হাতিরঝিল থানাধীন মীরবাগ রোডে এম ড্রেস নামে একটি সুতা কারখানায় আগুন লাগার খবর পাই। মীরবাগের ১১/৬ (এ) নম্বর সাততলা বাড়ির চার তলায় এম ড্রেস কারখানাটি অবস্থিত। খবরে পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে বেলা ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, আগুনে সুতা ও মূল্যবান মালামাল পুড়ে গেছে। কারখানার ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে জানানো হবে।এদিকে সিদ্দিকবাজারে একটি ভবনে দুপুরে আড়াইটার দিকে আগুন লাগে। স্থানীয়রা জানান, দুপুরে সিদ্দিকবাজারে নাসির প্লাস্টিক হাউসে আগুন লাগে। এ সময় ভেতরে থাকা লোকজন আতঙ্কে তাড়াহুড়ো করে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
×