ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দরিদ্র ও উন্নয়নশীল দেশকে বিপদে ফেলে ধনী দেশগুলো মুনাফা ভোগ করছে

প্রকাশিত: ২৩:২৯, ১৩ জুন ২০২১

দরিদ্র ও উন্নয়নশীল দেশকে বিপদে ফেলে ধনী দেশগুলো মুনাফা ভোগ করছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কোভিড-১৯ মহামারী মোকাবেলায় জি-৭সহ ধনী দেশগুলোর ঋণ এবং ঋণের সুদ পরিশোধ করে অবশ্যই স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো নাগরিক পরিষেবা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। একইসঙ্গে পরিবেশের ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি খাতে সব ধরনের বিনিয়োগ বন্ধ করতে হবে। ধনী দেশগুলো দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে বিপদে ফেলে মুনাফা ভোগ করছে। বিজ্ঞানীদের গবেষণা রিপোর্ট অনুযায়ী, ২১০০ সাল নাগাদ মানুষের অস্তিত্ব রক্ষা করতে হলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। শনিবার চট্টগ্রামে আইএসডিই বাংলাদেশ, ক্যাব যুব গ্রæপ, উপক‚লীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডবিøউজিইডি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। চান্দগাঁও এলাকায় মূলত যুক্তরাজ্যের কর্নওয়ালে চলমান জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশসমূহের প্রদত্ত ঋণ এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ হয়েছে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স ও কানাডা জি-৭ এর অন্যতম সদস্য। এসব দেশ বিশ^ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা মহবিল (আইএমএফ) ও এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রধান বিনিয়োগকারী। বক্তারা বলেন, বাংলাদেশের মোট বৈদেশিক দেনার পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা দেশের বাজেটের সমান। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে বৈশি^ক উষ্ণতার ভয়াবহ বিপর্যয় রোধ, পরিবেশ ও জলবায়ু সুরক্ষার নতুন জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও এ সংক্রান্ত অবকাঠামোর উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বন্ধ করে ২০৫০ সাল নাগাদ শতভাগ সৌরশক্তি ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন আয়োজনকারী সংস্থাসমূহের মধ্যে এসএম নাজের হোসাইন, জেসমিন সুলতানা পারু, এম নাসিরুল হক, রেজিয়া বেগম, নুর মোহাম্মদ, কেএম রিয়াদ, মোঃ জানে আলম, সেলিম জাহাঙ্গীর, এবিএম হুমায়ুন কবির, ফারহানা জসিম, অধ্যক্ষ মনিরুজ্জামান, অধ্যক্ষ ইসমাইল ফারুকী, হারুন গফুর ভুঁইয়া, চৌধুরী জসিমুল হক, তাজমুন নাহার হামিদ, শম্পা কে নাহার, রাশিদা বিনতে ইসলাম, শাহরিয়ার আলম তৌসিফ, আরিফুল ইসলাম ও জহুরুল ইসলাম প্রমুখ।
×