ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বকেয়ার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে পুলিশসহ আহত ২০

প্রকাশিত: ২৩:২৯, ১৩ জুন ২০২১

বকেয়ার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে পুলিশসহ আহত ২০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কুনতুং এ্যাপারেলস লিঃ কারখানার বকেয়া পাওনা পরিশোধের দাবিতে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে কারখানার শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করে। এতে ওই সড়কটি ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড শটগানের গুলি ও ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে। শ্রমিক, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টায় কুনতুং এ্যাপারেলস লিঃ কারখানার শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের দাবিতে আদমজী ইপিজেডের প্রধান গেটের সামনে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে অবস্থান নেয়। শ্রমিকদের অভিযোগ, এ সময় ইপিজেডে নিয়োজিত আনসার সদস্যরা নারী ও পুরুষ শ্রমিকদের ওপর লাঠিচার্জ শুরু করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কের ওপর আগুন জ্বালিয়ে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় ৪ ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে এলাকাবাসী ও যাত্রী সাধারণ। এ সময় পুলিশ ও ইপিজেডের কর্মকর্তারা তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু শ্রমিকরা তাদের কথা না মেনে তারা আরেও ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশ ও আনসারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও পাল্টা টিয়ারশেল ও শটগানের গুলি নিক্ষেপ করে। এ সময় কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়া চলে। এতে পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। শ্রমিক রিনা, তানিয়া ও শায়লা জানান, তারা ওই কারখানায় ৬ বছর কাজ করেছেন। কিন্তু তাদের এখনও বকেয়া পাওনা পরিশোধ করেনি। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম জানান, কুনতুং এ্যাপারেলস কারখানাটি আগ থেকেই বন্ধ রয়েছে। ওই কারখানার ৪শ’ থেকে ৫শ’ শ্রমিক তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী জানান, আদমজী ইপিজেডের কুনতুং এ্যাপারেলস লিঃ কারখানার শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড শটগানের গুলি ও ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে তারা রাস্তা থেকে সরে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও জানান, শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে ৭-৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ বিষয়ে জানতে আদমজী ইপিজেডের জিএম আহসান কবির জানান, কুনতং এ্যাপারেলস কারখানাটি চলতি বছরের জানুয়ারি থেকে বন্ধ হয়ে গেছে। মিলটি বিক্রি ছাড়া শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা সম্ভব নয়। শ্রমিকদের জানিয়ে দেয়া সত্তে¡ও শ্রমিকরা বার বার আন্দোলন করছে।
×