ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নবজাতকের স্বাভাবিক পরিচর্যা

প্রকাশিত: ২৩:১৬, ১৩ জুন ২০২১

নবজাতকের স্বাভাবিক পরিচর্যা

* ৬ মাস শুধু বুকের দুধ খাওয়াবেন। * নাভি পরিষ্কার ও শুকনো রাখতে হবে। কোন কিছু দেয়া লাগবে না। * ৪০ দিন পর্যন্ত আঁতুড়ঘর মানতে হবে। অর্থাৎ কম মানুষ আপনার ঘরে ঢুকবে এবং আপনিও কম বের হবেন। * কম মানুষ আপনার বাচ্চাকে ছুঁবে। বাচ্চা ধরার আগে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে। * ২ সপ্তাহ পর থেকে গোছল দিবেন। গোছলের আগ থেকে দরজা জানালা, ফ্যান অফ করুন। বেডের ওপর তোয়ালে রেডি করুন। তারপর কুসুম গরম পানি তে ঝুপ করে গোছল করিয়ে ফেলুন। প্রতিদিনই করাতে পারবেন যদি আবহাওয়া ভাল থাকে। যেদিন আবহাওয়া ভাল না সেদিন গোছল দিবেন না। * প্রথম ১০ দিন বাচ্চার ওজন কমতে থাকে। তারপর ২৫ গ্রাম থেকে ৩০ গ্রাম হারে প্রতিদিন ওজন বাড়তে থাকে। * আপনার বাচ্চা খাচ্ছিল ভাল, হঠাৎ খাচ্ছে না, গায়ে জ্বর, নেতানো, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসুন। এটা একধরনের মেডিক্যাল ইমারজেন্সি। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×