ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিজেদের এলিট একাডেমি এ মাসেই বুঝে পাবে বাফুফে

প্রকাশিত: ১৯:৫৭, ১২ জুন ২০২১

নিজেদের এলিট একাডেমি এ মাসেই বুঝে পাবে বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলমান সংস্কার কার্যক্রম ও বাফুফে এলিট একাডেমির অগ্রগতি পরিদর্শনের লক্ষ্যে বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া (মানিক) এবং সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সংস্কার কার্যক্রম শেষে বাফুফে এলিট একাডেমিটি চলতি মাসেই বাফুফের কাছে হস্তান্তরের বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করেছে। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সিনিয়র সচিব আখতার হোসেন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সচিব (উন্নয়ন) কে এম আলী রেজা, পরিকল্পনা কমিশনের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান, সাধারণ অর্থনীতি বিভাগের যুগ্ম-প্রধান ফরহাদ সিদ্দিকী, কার্যক্রম বিভাগের উপ-প্রধান ড. আমজাদ হোসেন, আইএমইডি (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মুল্যায়ন বিভাগ)-এর কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) শাহ্ আলম সরদার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ সারওয়ার জাহান প্রমুখ।
×