ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিপিএলে শীর্ষে উঠল প্রাইম ব্যাংক

প্রকাশিত: ২১:৩০, ১২ জুন ২০২১

ডিপিএলে শীর্ষে উঠল প্রাইম ব্যাংক

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০১ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) টি২০তে শীর্ষে উঠেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ষষ্ঠ রাউন্ডে শীর্ষে থাকা প্রাইম দোলেশ্বরকে হারায় তারা এবং চতুর্থ ও অষ্টম রাউন্ডে আবাহনীর পরাজয়ে এখন ৭ ম্যাচে সর্বাধিক ১২ পয়েন্ট প্রাইম ব্যাংকের। দিনের অপর ম্যাচগুলোয় জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, খেলাঘর সমাজকল্যাণ সমিতি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এদিন আবারও হেরেছে দোলেশ্বর। মিরপুরে সকালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৯ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। জবাবে ১৮ ওভারে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৬ উইকেটে ১৭৩ রান করে গাজী গ্রুপ। জবাবে ১১.২ ওভারে ব্রাদার্স ৫ উইকেটে ৮৫ রান তোলার পর আর খেলা হয়নি। বৃষ্টি আইনে ১৫ রানে জয়ী হয় গাজী। সকালে ওল্ড ডিওএইচএসকে ৭ উইকেটে হারিয়ে দেয় শাইনপুকুর। ৬ উইকেটে মাত্র ১১৯ রান করে ডিওএইচএস। জবাবে তানজিদ হাসান তামিমের ৫৯ বলে ৭ চার, ৩ ছক্কায় ৭৯ রানের হার না মানা ঝড়ো ইনিংসে ১৯.১ ওভারে ৩ উইকেটে ১২০ রান তুলে জয় নিশ্চিত করে শাইনপুকুর। বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল ৩ উইকেটে হারায় দোলেশ্বরকে। অপর ম্যাচে পারটেক্সকে ৮ উইকেটে হারায় খেলাঘর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৬ রান তোলে পারটেক্স। রাজিবুল ইসলাম ২৬ বলে ১ চার, ১ ছক্কায় অপরাজিত ২৮ রান করেন। ৫৩ রানে ৬ উইকেট হারিয়েছিল তারা। ইরফান হোসেন ৩টি এবং মেহেদী হাসান মিরাজ ও টিপু সুলতান ২টি করে উইকেট নেন। জবাবে ৭ ওভারে ২ উইকেটে ৫০ রান তোলে। এরপর বৃষ্টিতে খেলা না হওয়ায় ১৫ রানে জয় পায় খেলাঘর।
×