ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

এনআইডিরে কাজে ইসি কর্মকর্তারা দক্ষ

প্রকাশিত: ০১:০৮, ৯ জুন ২০২১

এনআইডিরে কাজে ইসি কর্মকর্তারা দক্ষ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তর করার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) সম্প্রতি নির্দেশনা দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার তার জবাবে নির্বাচন কমিশন মন্ত্রিপরিষদকে জানিয়েছে এনআইডি কার্যক্রমে ইসি কর্মকর্তারা দক্ষ ও পারদর্শী। তাই ইসির অধীনেই এনআইডি কার্যক্রম রাখা সমীচীন। নির্বাচন কমিশনের সংস্থাপন শাখার উপসচিব মোঃ এনামুল হকের ৭ জুন সোমবার স্বাক্ষরিত পত্রটি মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো হয়েছে। যার অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে দেয়া হয়েছে। উল্লেখ্য, ২৪ মে এক নির্দেশনায় ইসিকে এনআইডি কার্যক্রম ছেড়ে দিতে বলে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পর এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ইসির পক্ষ থেকে বলা হয় এনআইডি কার্যক্রম সেখানেই থাকা উচিত। আর সরকারের পক্ষ থেকে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকাই উত্তম।
×