ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দখলদাররা ছাড় পাবে না ॥ আতিক

প্রকাশিত: ১৭:৩৭, ২১ এপ্রিল ২০২১

দখলদাররা ছাড় পাবে না ॥ আতিক

স্টাফ রিপোর্টার ॥ দখলদারদের বিররুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বুধবার রাজধানীর কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্প এরিয়ায় চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, দ্রুততম সময়ের মধ্যেই তাদেরকে দখল ছাড়তে হবে। না হলে বিনা নোটিশে অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হবে। সিটি কর্পোরেশনের কোনো কাউন্সিলরও যদি অবৈধ দখলের সঙ্গে জড়িত থাকেন তাহলে ডিএনসিসির পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নগরবাসীকে উদ্দেশ করে আতিকুল ইসলাম বলেন, দখলদারদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় এখনই সবাইকে সোচ্চার হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অবৈধ দখলে থাকা সরকারি জমিগুলো উদ্ধার করে সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। ওয়াসা থেকে বুঝে নেয়া খালগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বলেন, খালগুলো যখন ওয়াসার ব্যবস্থাপনায় ছিল তখন সেগুলো সঠিকভাবে পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করা হয়নি। ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে, যা চলমান রয়েছে এখনও। ডিএনসিসি মেয়র বলেন, রাজধানীর জলাবদ্ধতার সমস্যা সমাধানের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। জলাবদ্ধতার সমস্যা সমাধানে পরিকল্পিত জলাধার খুবই প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় জমিও অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু অনেক জায়গায় অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলদারদের দখলে রয়েছে। এগুলো শিঘ্রই দখলমুক্ত করা হবে। ং
×