ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে চলে গেলেন মাহবুবুজ্জামান

প্রকাশিত: ২৩:৫৬, ১৮ এপ্রিল ২০২১

না ফেরার দেশে চলে গেলেন মাহবুবুজ্জামান

না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট শিল্পপতি, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক মাহবুবুজ্জামান। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মাহবুবুজ্জামান স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে বাবা-মায়ের কবরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মাহবুবুজ্জামান ১৯৩৬ সালের ২১ ডিসেম্বর অবিভক্ত বাংলার হুগলির বুরকুন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৭ সালের পরে ঢাকা আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্র ইউনিয়ন আয়োজিত তৎকালীন ‘অল পাকিস্তান রি-ইউনিয়ন ফটোগ্রাফিক কনটেস্ট ১৯৫৯’-এ প্রথম পুরস্কার পান তিনি। মাহবুবুজ্জামান ঢাবি এসএম হল ও ঢাকার চ্যাম্পিয়ন সাইক্লিস্ট। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, সৌদি আরব, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নেপাল, ভুটান, ফিলিপিন্স, হংকং, চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। মাহবুবুজ্জামান ওয়ারী ক্লাবের আজীবন সদস্য ও সহ-সভাপতি ছিলেন। এছাড়া ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের সদস্য, জাতীয় কাউন্সিলের সদস্য এবং বারডেম রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান, ভিক্টোরিয়া ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের প্রাক্তন সভাপতি, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, ডিসিসিআইর প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি, ঢাকা সিটি কর্পোরেশনের প্রাক্তন ওয়ার্ড কমিশনার, ওরিয়েন্ট ব্রেড এ্যান্ড বেকারির ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। মাহবুবুজ্জামান এশিয়াটিক সোসাইটিসহ বহু সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। -বিজ্ঞপ্তি
×