ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ-এ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রকাশিত: ২৩:৫৪, ১৮ এপ্রিল ২০২১

বিএসএমএমইউ-এ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ দিবস উদ্যাপিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। এ সময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, গ্রন্থাগারিক অধ্যাপক ডাঃ মোঃ হারিসুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ডাঃ এসএম মোস্তফা জামান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ জুলফিকার আহমেদ আমিন, অতিরিক্ত পরিচালক ডাঃ নাজমুল করিম মানিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, অফিস প্রধানগণ, পরিচালকবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসের শপথ হোক প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিক ও যথাযথভাবে পালনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, সেবা ও গবেষণায় সামনের দিকে এগিয়ে নেয়া। উপাচার্য তার বক্তব্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কোভিড-১৯ এর ভ্যাকসিন নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এদিকে উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ শনিবার ডাঃ মিল্টন হলে সহযোগী অধ্যাপকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভায় মিলিত হয়ে কোভিড-১৯ পরিস্থিতিতে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবা কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে নেয়ার নির্দেশনা দেন। -বিজ্ঞপ্তি
×