ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীর অভিযান, অবৈধ জাল জব্দ

প্রকাশিত: ২৩:৩১, ১৮ এপ্রিল ২০২১

নৌবাহিনীর অভিযান, অবৈধ জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৭ এপ্রিল ॥ পিরোজপুরের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী। নৌবাহিনীর জাহাজ তিস্তার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ইশতিয়াক আহমেদের নেতৃত্বে শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। বিএনএস তিস্তার সাব-লেফটেন্যান্ট তাহামিদ ইসলাম নাহিন জানান, জাটকা নিধন প্রতিরোধে দেশের সব নদ-নদীতে ১ নবেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ নিষেধাজ্ঞা জারি করে সরকার। তাই কাউখালীর সন্ধ্যা, কচা নদী ও পিরোজপুরের বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে এই অবৈধ জাল জব্দ করা হয়।
×