ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক অব্যাহত

প্রকাশিত: ২৩:২৪, ১৮ এপ্রিল ২০২১

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক অব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের শোক প্রকাশ অব্যাহত রয়েছে। বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নবগঠিত বরিশাল অনলাইন প্রেসক্লাব, বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাব এবং একই জেলার মোল্লাহাটে জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। বরিশাল ॥ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকবার্তা দিয়েছেন বরিশাল অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা। শোকবার্তায় বরিশাল অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি বিএসএল নিউজের প্রকাশক ও সম্পাদক খান রুবেল, সাধারণ সম্পাদক বিডি ক্রাইম ২৪’র প্রকাশক ও সম্পাদক রিপন হাওলাদার, সহ-সভাপতি সোহেল মোল্লা (প্রিয় বরিশাল), যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (বরিশাল ক্রাইম ট্রেস), ফিরোজ গাজী (আজকের বার্তা), দফতর সম্পাদক মজিবর রহমান নাহিদ (বার্তা বরিশাল), প্রচার সম্পাদক মুরাদ হোসাইন (বরিশাল ক্রাইম বার্তা), আইটি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জিহাদ রানা (বরিশাল মেইল), শিক্ষা বিষয়ক সম্পাদক এইচআর হীরা (খবর বরিশাল), নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া জিসান (আজকের প্রথম সকাল), ক্রীড়া সম্পাদক সাকিবুল হৃদয় (সত্য সংবাদ ডট কম), কার্যনির্বাহী সদস্য এমকে রানা (বিজয় সংবাদ), মারুফ হোসেন (ডেইলি আজকের তালাশ), রিয়াজ পাটোয়ারী (আকাশ বাংলা ২৪ ডট কম), সদস্য হুমায়ুন কবির রোকন (ডেইলি মতবাদ), আরিফ হোসেন (আমার বরিশাল), অনিকেত মাসুদ (পি নিউজ), খান আব্বাস (একুশের চোখ), সঙ্গীত আহমেদ মিনার (হ্যালো বরিশাল), এইচএম হেলাল (ভয়েস অব বরিশাল), নাঈম ইসলাম (ডেইলি আগমনী), মাহাদী হাসান (বরিশাল রূপান্তর), পারভেজ মল্লিক (বরিশাল ট্রিবিউন), রেদোয়ান রানা (বরিশাল সিটি নিউজ), গোলাম মাওলা শান্ত (দাবানল), খান মাইনউদ্দিন (দখিনের কণ্ঠ ডট কম), চাঁন আকন (তালাশ টিভি), মোঃ খান তুহিন (বরিশাল সংবাদ), শাওন খান (বরিশাল রিপোর্ট), সাজ্জাদ হোসেন হৃদয় (ডেইলি চন্দ্রদীপ), এসএলটি তুহিন (নিউজ জি ডট কম), মোঃ সিফাত (দি বরিশাল), মেহেদী হাসান রিমু (বরিশাল ক্রাইম এলার্ট), রিফাত ইমরান (বরিশাল রিপোর্ট ২৪ ডট কম), মোঃ আমিন (বরিশালের ডাক), শাখাওয়াত হোসেন (ক্রাইম ফোকাস), ইমরান হোসেন (বরিশাল রাইট নিউজ), সাব্বির আহম্মেদ (বরিশাল টিভি) প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক প্রকাশ করেন। ফকিরহাট উপজেলা প্রেসক্লাব ॥ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুক্রবার বিবৃতি দিয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিবৃতি দাতারা হলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ ফারুক হোসেন, সহ-সভাপতি মান্না দে, পিকে অলোক, শেখ আজমল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন দে, এম জাকির হোসেন, অর্থবিষয়ক সম্পাদক ফকির মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান টিটু, দফতর সম্পাদক সুমন কর্মকার, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, ক্রীড়া সম্পাদক মোঃ বাদশা আলম, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, কার্যনির্বাহী সদস্য খান মাহামুদ আরিফুল হক, মোঃ মাহবুবুর রহমান দুলু, মোঃ কামরুল আহসান হীরক, মোঃ মোজাহিদুর রহমান, এস কে নাজমুল হাসলাম, সাধারণ সদস্য শেখ আজমল, মোঃ সাইদুর রহমান, ইমরান শিকদার, সোনাতন কর্মকার, হিরামন দেবনাথ, দাউদ হায়দার বাবু, মোঃ বিল্লাল খান প্রমুখ। মোল্লাহাটে শোক সভা ॥ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শুক্রবার শোক ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোল্লাহাট উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার অলিদ হোসেন, মোল্লাহাট কেআর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) বিশ্বাস মোস্তাফিজুর রহমান। স্মরণ সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়, দেশপ্রেম, নিষ্ঠা, সততা ও শ্রমের মধ্য দিয়ে দৈনিক জনকণ্ঠ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ দেশের জন্য কাজ করেছেন। কর্মের মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন। প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি-অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক-এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় ক্লাবের সভাকক্ষে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি এ্যাডঃ এস এম জামিরুল হক মিন্টু, শেখ সোহেল রানা, মিয়া পারভেজ আলম ও এস এম রাজিব সিদ্দিকী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, কোষাধ্যক্ষ-অধ্যাপক অরুন কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক-মোঃ গোলাম রসুল, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী সদস্য সাংবাদিক মোর্শেদা আকতার রতœা, মোঃ জিন্নাত আলী শিকদার, এস.এম. মিজানুর রহমান ও মোঃ ইমলাক শেখ, সদস্য সাংবাদিক মোঃ গিয়াস মিয়া, মোঃ মনির হোসেন, মোঃ মোস্তফা মীর ও আবুল বাশার প্রমুখ।
×