ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দহগ্রাম সীমান্তে বিজিবি ৬৪টি জীবন্ত বিষধর সাপসহ আটক ২

প্রকাশিত: ২০:১৯, ৬ মার্চ ২০২১

দহগ্রাম সীমান্তে বিজিবি ৬৪টি জীবন্ত বিষধর সাপসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা, লালমনরিহাট ॥ জেলার পাটগ্রামের দহগ্রাম সীমান্তে ৪৬ টি বিভিন্ন প্রজাতির বিষধর সাপসহ দুই সাপুড়ে হামদিুল(২১) ও রাকিব (২৫) কে আটক করেছে রংপুর ৫১ বিজিবির দহগ্রাম বিওপির টহল দল। আজ শনিবার আটক দুই জন কে লালমনিরহাট আদালতে সোর্পদ করেছে। বিচারক তাদের কে জেল হাজতে পাঠায়। পাটগ্রাম থানা পুলিচ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ৪৬ টি বিষধর সাপসহ দুজন সাপুরে কে বিজিবি আটক করে। সাপ গুলো বিশেষ ধরনের কাঠের বক্সে করে ভারত হতে পাটগ্রাম সীমান্তে আনা হয়। এ সাপ গুলো দহগ্রাম আঙ্গরপোতা তিন বিঘা করিডর ব্যবহার করে পাচার করছিল। এ সময় তাদের আটক করা হয়। রাতে বিজিবি বাদি হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে আটককৃতদের পুলিশের নিকট হস্তান্তর করে। ৪ টি কাঠরে বাক্সে আনা হয়ে ছিল। ৪৬ টি সাপের সাথে মূল্যবান ১৪০ টি পাথর ও রত্ন পাচারের জন্য আনা হয়। এসময় পাচারকারীর সাথে থাকা ৪ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটক দুই জন সাপুড়ের ঢাকার সাভারের পোড়াবাড়ির বাসিন্দা । এ ঘটনাশ পাটগ্রাম থানার ওসি (তদন্ত) হাফিজুল ইসলাম নিশ্চত করেছে। তিনি জানান, আদালতের নির্দেশে সাপ গুলো জেলা প্রাণি সম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে।
×