ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আগানিস্তানকে সহজেই হারাল জিম্বাবুইয়ে

প্রকাশিত: ২৩:২৯, ৪ মার্চ ২০২১

আগানিস্তানকে সহজেই হারাল জিম্বাবুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ সাদা পোশাকের এলিট ক্রিকেটে মাত্র তিন বছর বয়সী আফগানরা এরই মধ্যে খেলা নিজেদের চার টেস্টের দুটিতে জয় তুলে নিয়েছে। যেখানে আছে বাংলাদেশকে হারানোর স্মৃতি। সেই তারাই সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুইয়ের কাছে পাত্তা পেল না। আবুধাবিতে মাত্র দুইদিনেই আসগর আফগানের দল হার মানল ১০ উইকেটে। প্রথম ইনিংসে আফগানিস্তানের ১৩১ রানের জবাবে ২৫০ রান করে জিম্বাবুইয়ে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক শন উইলিয়ামসন (১০৫)। সিকান্দার রাজা ৪৩ ও রেগিস চাকাভা করেন ৪৪ রান। আফগানদের হয়ে ৬ উইকেট নেন বাঁহাতি স্পিনার আমির হামজা। দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে গুটিয়ে যায় আসগরের দল। এক পর্যায়ে ইনিংস হারের শঙ্কায় পড়া দলকে আরও বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান (৭৬) ও নয় নম্বরে নামা আমির হামজা (২১*)। ভিক্টর নইচু ও ডোনাল্ড ত্রিপানো নেন ৩টি করে উইকেট। বুধবার দ্বিতীয় দিনের একেবারে অন্তিম সময়ে ৩.২ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭ রান তুলে নেয় জিম্বাবুইয়ে। উল্লেখ্য, অঙ্গুলের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশীদ খান। একই ভেন্যুতে আগামী বুধবার শুরু হবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় শেষ টেস্ট।
×